TRENDING:

IB Recruitment 2022: ইন্টেলিজেন্স ব্যুরোতে ৭০০ পদে নিয়োগ! জানুন বিশদে!

Last Updated:

প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরোর (Intelligence Bureau) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্টালিজেন্স ব্যুরোর ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

IB Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

IB Recruitment 2022: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে মোট ৭০০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

IB Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত তথ্য

এসিআইও-I/Exe ৭০টি পদ
এসিআইও-II/ Exe ৩৫০টি পদ
জেআইও-I/ Exe ৫০টি পদ
জেআইও-II/ Exe এবং এসএ/ Exe ১০০টি পদ
জেআইও-I/MT ২০টি পদ
জেআইও-II/MT ৩৫টি পদ
এসএ/MT ২০টি পদ
হালওয়াই-কাম-কুক ৯টি পদ
কেয়ারটেকার ৫টি পদ
জেআইও-II/Tech ৭টি পদ

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)
পদের নাম গ্রুপ বি এবং গ্রুপ সি
শূন্যপদের সংখ্যা ৭০০
কাজের স্থান ভারত
কাজের ধরন বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি অফলাইন পরীক্ষা
আবেদন শুরু তারিখ বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
বেতনক্রম বিশদ দেখুন
আবেদন পদ্ধতি অফলাইন

advertisement

আবেদনের শেষ তারিখ: বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে

IB Recruitment 2022: আবেদনের যোগ্যতা

কেন্দ্রীয় পুলিশ সংস্থা, রাজ্য পুলিশ সংস্থা, বা প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের জন্য-

প্যারেন্ট ক্যাডার বা ডিপার্টমেন্টে রেগুলার বেসিস পদে আসীন

প্যারেন্ট ক্যাডার বা ডিপার্টমেন্টে নিয়োগের দুই বছর চাকরিতে পে ম্যাট্রিক্সে বা সমতুল্য লেভেল ৭ (৪৪,৯০০- ১,৪২,৪০০ টাকা)

advertisement

আরও পড়ুন: হাতে মাত্র আর একদিন, সরকারি চাকরিতে প্রচুর ভ্যাকেন্সি, আবেদন করেছন কি

আবেদনের যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী বা প্যারেন্ট ক্যাডার বা ডিপার্টমেন্টে সমতুল্য পদ

সিকিউরিটি বা ইন্টেলিজেন্স এক্সপেরিয়েন্স থাকতে হবে দুই বছরের

IB Recruitment 2022: আবেদন পদ্ধতি

যে সকল প্রার্থীরা তাঁদের শেষ ডেপুটেশনের পর থেকে ৩ বছরের কুলিং-অফ পিরিয়ড সম্পূর্ণ করেছেন এবং এর আগে একের বেশি ডেপুটেশন দেননি তাঁরা আবেদন করতে পারেন এই ঠিকানায়, ‘Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi-11002’।

আরও পড়ুন: "৩০ হাজার চাকরি রেডি..." সুখবর দিলেন মমতা! কেন্দ্রের বিরুদ্ধে 'ব্লক' করার বিস্ফোরক অভিযোগ

IB Recruitment 2022: বেতন

একজিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-I- ৪৭,৬০০-১,৫১,১০০ টাকা

অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার-II/একজিকিউটিভ- ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-II/একজিকিউটিভ- ২৫,৫০০-৮১,১০০ টাকা

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/একজিকিউটিভ- ২১,৭০০- ৬৯,১০০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার-I (মোটর ট্রান্সপোর্ট)- ২৫,৫০০-৮১,১০০ টাকা

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IB Recruitment 2022: ইন্টেলিজেন্স ব্যুরোতে ৭০০ পদে নিয়োগ! জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল