Job Vacancy: হাতে মাত্র আর একদিন, সরকারি চাকরিতে প্রচুর ভ্যাকেন্সি, আবেদন করেছন কি

Last Updated:

Job Vacancy: PSSSB Recruitment 2022: সার্ভিসেস সিলেকশন বোর্ডের অধীনে ৭৩৫ পদে নিয়োগ; জানুন বিশদে!

Job Vacancy: psssb recruitment
Job Vacancy: psssb recruitment
#নয়াদিল্লি: সম্প্রতি পঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের (Punjab Subordinate Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ক্লার্ক, আইটি এবং অ্যাকাউন্ট ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন (Job Vacancy) করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
PSSSB Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৮ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
PSSSB Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৭৩৫টি পদে জব ভ্যাকেন্সি (Job Vacancy) রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: পঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (Punjab Subordinate Services Selection Board)
advertisement
পদের নামক্লার্ক, আইটি এবং অ্যাকাউন্ট ক্লার্ক
শূন্যপদের সংখ্যা৭৩৫
কাজের স্থানপঞ্জাব
কাজের ধরণবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিলিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্ট
আবেদন শুরু তারিখবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৮.০৮.২০২২
advertisement
PSSSB Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ক্লার্ক পদের জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
PSSSB Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং একটি টাইপিং টেস্ট নেওয়া হবে। পরীক্ষায় প্রার্থীদের ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে।
advertisement
PSSSB Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে sssb.punjab.gov.in যেতে হবে
  1. হোমপেজে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে
  2. একটি নতুন লগইন/রেজিস্ট্রেশন পেজ খুলবে
  3. লগ-ইন করে আবেদনপত্রটি যথাযথ ডকুমেন্ট সহ পূরণ করতে হবে
  4. স্ক্যান করা ডকুমেন্ট আপলোড করতে হবে
  5. আবেদন ফি দিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে
  6. ভবিষ্যতের রেফারেন্সের জন্য ফর্মের একটি প্রিন্ট আউট করে নিতে হবে
advertisement
PSSSB Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি- ১০০০ টাকা
SC/BC/EWS- ২৫০ টাকা
প্রাক্তন সেনা এবং ডিপেন্ডেন্টদের জন্য ২০০ টাকা
শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৫০০ টাকা
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: হাতে মাত্র আর একদিন, সরকারি চাকরিতে প্রচুর ভ্যাকেন্সি, আবেদন করেছন কি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement