TRENDING:

Inspiration: স্কুলে মিড ডে মিল রান্না করে একাই সন্তান প্রতিপালন মায়ের, ছেলে আজ সফল আইএএস অফিসার

Last Updated:

Inspiration: যত বন্ধুর হয়েছে পথ, তত শক্ত হয়েছে তাঁর চোয়াল। মা ঠিকই করেছিলেন, ছেলের স্বপ্নপূরণের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্কুলে মিড ডে মিল রান্না করতেন মা। অনটন-সহ বহু প্রতিকূলতা এসেছে জীবনে চলার পথে। যত বন্ধুর হয়েছে পথ, তত শক্ত হয়েছে তাঁর চোয়াল। মা ঠিকই করেছিলেন, ছেলের স্বপ্নপূরণের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন। মায়ের সংগ্রামের মান রেখেছেন ছেলেও। ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আজ ডোংরি রেভাইয়াহ একজন সফল আইএএস অফিসার।
যত বন্ধুর হয়েছে পথ, তত শক্ত হয়েছে তাঁর চোয়াল
যত বন্ধুর হয়েছে পথ, তত শক্ত হয়েছে তাঁর চোয়াল
advertisement

ইউপিএসসি পরীক্ষায় সফল হওয়ার আগে আইআইটি-র প্রবেশিকা পরীক্ষাতেও তিনি সফল হন। কিন্তু টাকার অভাবে প্রায় আটকে যেতে বসেছিল ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন। সে সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এক জেলাশাসক। তিনি টাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন। তখনই ডোংরি ঠিক করেছিলেন, ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রস্তুতি নেবেন ইউপিএসসি পরীক্ষার। প্রশাসক বা আমলা হলেই এভাবে পাশে দাঁড়তে পারবেন অন্য পড়ুয়ার।

advertisement

আইআইটি মাদ্রাজ থেকে ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ ডোংরি ২০২২ সালে সফল হন ইউপিএসসি পরীক্ষায়। মোট ৯৬১ পেয়ে সর্বভারতীয় স্তরে মেধাতালিকায় তাঁর স্থান ছিল ৪১০। শৈশবেই বাবাকে হারান ডোংরি। তিন সন্তানকে বড় করে তুলতে তাঁর মা এক স্কুলে মিড ডে মিল রান্নার চাকরি নেন। বেতন পেতেন ১,৫০০ টাকা।

advertisement

মহারাষ্ট্রের তুঙ্গদা গ্রামে জন্ম এবং বড় হয়ে ওঠা ডোংরির। গ্রামে সরকারি স্কুল থেকে পাশ করার পর আইআইটি মাদ্রাজে পড়াশোনা করেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। গেট-এ সফল হয়ে চাকরি পান মুম্বইয়ের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড-এ।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

চাকরি করলেও আইএএস হওয়ার ইচ্ছে হারিয়ে যায়নি। ২০২০ সালে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন। ২০২১ সালে পরীক্ষা দিয়ে একটুর জন্য ব্যর্থ হন। তার পরের বছর লক্ষ্যভেদ হতে ভুল হয়নি। তাঁর কথায় ‘‘আমার মা কোনওদিন স্কুলে যাননি। কোনও প্রথাগত শিক্ষাও তাঁর ছিল না। মিড ডে মিল রান্না করে বড় করেছেন তিন সন্তানকে। আইএএস অফিসার হয়ে শুধু নিজের নয়, পূর্ণ করেছি বাবা মায়ের স্বপ্নও।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Inspiration: স্কুলে মিড ডে মিল রান্না করে একাই সন্তান প্রতিপালন মায়ের, ছেলে আজ সফল আইএএস অফিসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল