স্বামীর মৃত্যুর পর অকূল পাথারে পড়েন ডোংরের মা। অন্নসংস্থানের জন্য কাজ নেন তেলেঙ্গানার এক সরকারি স্কুলে। দারিদ্রের মুখোমুখি হয়ে সংসার চালাতে জেরবার হয়ে যেতেন তিনি। কিন্তু কোনও প্রতিবন্ধকতাকেই জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে দেননি ডোংরে। তিনি আইআইটি-র প্রবেশিকায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন আইআইটি, মাদ্রাজে।
আরও পড়ুন : দাম্পত্যের ৬ বছরে বিয়ে ভাঙল রিকি মার্টিনের, স্বামী যোয়ান ইয়োসেফের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা বিশ্বখ্যাত শিল্পীর
advertisement
তেলেঙ্গানার এক ছোট্ট শহরের দলিত পরিবারের সন্তান ডোংরে-এর জীবন সংগ্রাম চলতে থাকে ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পরও। গেট-এ সফল হয়ে তিনি হায়দরাবাদে মোটা অঙ্কের বেতনের চাকরি পান। কিন্তু সেখানেই থেমে যায়নি তাঁর স্বপ্ন। ২০২২ সালে ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষায় বসেন তিনি। মেধাতালিকায় ৪১০ নম্বরে স্থান পান। বর্তমানে আইএএস অফিসার হিসেবে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। পরিবারের কাছে এ এক গর্বের মুহূর্ত।