Ricky Martin Divorce: দাম্পত্যের ৬ বছরে বিয়ে ভাঙল রিকি মার্টিনের, স্বামী যোয়ান ইয়োসেফের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা বিশ্বখ্যাত শিল্পীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ricky Martin Divorce: সত্যতা স্বীকার করেছে রিকি মার্টিনের পাবলিসিটি টিম
দাম্পত্য ভাঙল বিশ্বখ্যাত পপগায়ক রিকি মার্টিনের। বিয়ের প্রায় ৬ বছর পর স্বামী যোয়ান ইয়োসেফের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছেন শিল্পী। বৃহস্পতিবার তাঁরা যৌথ বিবৃতিতে বলেছেন ‘‘কিছু সময় ধরে আমরা আমাদের সম্পর্ককে রূপান্তর করার কথা ভাবছি। গভীরভাবে চিন্তা করে আমরা আমাদের বিয়ে ভালবাসা, শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে শেষ করার কথা ভাবছি। আমাদের সন্তানদের সম্ভ্রমের কথা ভেবেও এই সিদ্ধান্ত।’’ এই বার্তা স্প্যানিশ ভাষায় লিখে শেয়ার করা হয়েছে রিকির প্রোফাইলে। ইংরেজিতে পোস্ট করা হয়েছে ইয়োসেফের প্রোফাইলে। পোস্টের সত্যতা স্বীকার করেছে রিকি মার্টিনের পাবলিসিটি টিম। এই পোস্টের বাইরে বিচ্ছেদ সংক্রান্ত অন্য কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
স্প্যানিশ এবং ইংরেজি-দু ভাষাতেই রিকি মার্টিনের গাওয়া অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। ‘লিভিং লা’, ‘ভিডা লোকা’, ‘শি ব্যাংস’, ‘লা কোপা ডে লা ভিডা’, ‘ভেন্তে পা কা’-সহ একাধিক সুপারহিট গান রয়েছে তাঁর ঝুলিতে। দু’টি গ্র্যামি এবং চারটি ল্যাটিন গ্র্যামি পুরস্কার তাঁর নামের পাশে রয়েছে। ১৯৯৮ সালে ফ্রান্স ফুটবল বিশ্বকাপে রিকি মার্টিনের থিম সং ছুঁয়ে গিয়েছিল বিশ্ববাসীকে। গানের পাশাপাশি অভিনয়ও করেছেন ৫১ বছর বয়সি এই পপশিল্পী। অন্যদিকে তাঁর প্রাক্তন জীবনসঙ্গী ৩৮ বছরের ইয়োসেফ আদতে সিরিয়ান, বর্তমানে সুইডিশ শিল্পী।
advertisement
advertisement
২০১৭ সালে ইয়োসেফকে বিয়ে করেছিলেন রিকি। তার আগে একাধিক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁর গুঞ্জরিত প্রেমিকাদের মধ্যে অন্যতম প্রাক্তন টেনিস খেলোয়াড় গ্যাব্রিয়েলা সাবাতিনি। রঙিন রিকির জীবনে প্রথম সন্তান আসে সারোগেসির মাধ্যমে। যমজ সন্তান মাত্তেও এবং ভ্যালেন্তিনোর বাবা হন তিনি।
advertisement
এর পর ২০১০ সালে নিজেকে সমকামী বলে পরিচয় দেন রিকি। বিবাহিত জীবনেও দু’বার সন্তান লাভ করেছেন রিকি এবং ইয়োসেফ। তাঁদের দুই সন্তান লুকা এবং রেনের বয়স এখন যথাক্রমে ৪ ও ৩ বছর।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 4:02 PM IST