TRENDING:

HS Result 2024: চরম অভাব-অনটনের মধ্যেও উচ্চ মাধ্যমিকে তাক লাগানো নম্বর, সঞ্চিতাও এখন বর্ধমানের গর্ব

Last Updated:

HS Result 2024: অদম্য জেদ আর পড়াশোনার প্রতি ভালোবাসার কারণে মেধা তালিকায় জায়গা না পেলেও সঞ্চিতা ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: উচ্চ মাধ্যমিকে পূর্ব বর্ধমান থেকে মোট চার জন পড়ুয়া মেধা তালিকায় স্থানাধিকার করেছে। তবে এই চার জন পড়ুয়া ছাড়াও পূর্ব বর্ধমানে অনেকেই রয়েছে যাদের প্রাপ্ত নম্বর বেশ ভাল। সেরকমই পূর্ব বর্ধমানের এক পড়ুয়া হল সঞ্চিতা কর্মকার। তবে নিশ্চয় ভাবছেন সঞ্চিতার কথা কেন তুলে ধরা হচ্ছে ? আসলে সঞ্চিতার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ। সঞ্চিতার বাবা জয়দেব কর্মকার দিন মজুরের কাজ করতেন।
advertisement

তবে সঞ্চিতা নবম শ্রেণীতে পড়ার সময় তার বাবা মারা যান। তারপর থেকে সংসারের হাল ধরেছে সঞ্চিতার মা পম্পা কর্মকার। মা এর সহযোগিতাতেই সঞ্চিতা আর্থিক অনটনের মধ্যে দিয়েও কোনওরকমে তার পড়াশোনা চালিয়ে গেছে। অদম্য জেদ আর পড়াশোনার প্রতি ভালোবাসার কারণে মেধা তালিকায় জায়গা না পেলেও সঞ্চিতা ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে সঞ্চিতা জানিয়েছে , “আর্থিক পরিস্থিতি খারাপ থেকেও আমি এই ফলাফল করে অনেক আনন্দিত হয়েছি। আমার পড়াশোনার নির্দিষ্ট সেরকম কোনও সময় ছিলনা। যখন ভাল লাগতপড়তে বসতাম। ইংরেজি বিষয় নিয়ে এগোনোর ইচ্ছে রয়েছে তবে স্বপ্ন রয়েছে আইএএস অফিসার হওয়ার। “পরিবারে আর্থিক অনটন নিত্যসঙ্গী। তবুও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করছেন দুঃস্থ পরিবারের মেয়ে সঞ্চিতা কর্মকার।

advertisement

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

পূর্ব বর্ধমানের কাটোয়া ২ ব্লকের মুলগ্ৰামের মেয়ে সঞ্চিতা কর্মকার। উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৬৬। মাত্র দুজন শিক্ষকের কাছে পড়াশোনা করেই এহেন ফলাফল করেছে সঞ্চিতা। সঞ্চিতার এই ফলাফলের কারণে খুশি হয়েছে গ্রামবাসী থেকে শুরু করেছে শিক্ষক শিক্ষিকা সকলেই।তবে সঞ্চিতা জানিয়েছে তার মায়ের সহযোগিতার কারণেই আজ সে এই ফলাফল করতে পেরেছে। প্রতিটা ক্ষেত্রে মায়ের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছে সঞ্চিতা। এই প্রসঙ্গে সঞ্চিতার মা পম্পা কর্মকার বলেন , “পরিশ্রমের কারণেও সফল হয়েছে। বাড়িতে বেশিরভাগ সময় ও বই নিয়েই বসে থাকতো। রাত্রি প্রায় ২ টো থেকে ২:৩০ পর্যন্ত পড়াশোনা করত। কোনওরকমে আমাদের সংসার চলে। ও একটা স্কলারশিপ পায় এবং এবং আমার বাবা কিছু সাহায্য করে। সেখান থেকেই কোনও রকমে চলছে। “

advertisement

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

দুঃস্থ ঘরের মেয়ে সঞ্চিতার স্বপ্ন সে আইএএস অফিসার হবে । তবে বর্তমানে আর্থিক অবস্থা তার বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। আগামী দিনে কীভাবে নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবে সেই নিয়ে চিন্তায় রয়েছে সঞ্চিতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Result 2024: চরম অভাব-অনটনের মধ্যেও উচ্চ মাধ্যমিকে তাক লাগানো নম্বর, সঞ্চিতাও এখন বর্ধমানের গর্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল