মাধ্যমিক ২০২২-এ রাজ্যে চতুর্থ হয়েছিলেন এই পড়ুয়া। এবারে একবারে প্রথম স্থান অর্জন করবেন তা তিনি বুঝতে পারেননি। তবে আশা ছিল প্রথম পাঁচে থাকবেন। পড়াশোনা ছাড়া কিছুই করতেন না তিনি। দিনে ৮-১০ ঘন্টা পড়াশুনো করতেন।
আরও পড়ুন: জেলার জয়জয়কার! উচ্চ মাধ্যমিক ২০২৪-এ প্রথম দশে কারা? দেখুন সম্পূর্ণ মেধাতালিকা
ফিজিক্স পড়তে ভালবাসেন অভীক। তাই হয়তো ফিজিক্সে নম্বর ভাল এসেছে বলে তাঁর বিশ্বাস। অভীক জানান, “একটা সারপ্রাইজ পেলাম। প্রথম হব আশা রাখিনি। উত্তরের নাম উজ্জ্বল করতে পারলাম এটাতে আমি গর্বিত। ভবিষ্যতে উত্তরের নাম আরও উজ্জ্বল করতে চাই।”
advertisement
আরও পড়ুন: ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, ৯০ শতাংশ পাশ! রেজাল্ট দেখুন সরাসরি এক ক্লিকে
এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাঁর নাম মেধাতালিকায় প্রথমে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি। বাবা প্রবীর দাস পেশায় শিক্ষক ও মা একজন গৃহবধূ। বর্তমানে তাঁর বাড়িতে চলছে মিষ্টি মুখের পালা।
Annanya Dey






