PREVNEXT
হোম / খবর / চাকরি ও শিক্ষা /

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, সবার আগে রেজাল্ট দেখুন News18Bangla.com-এ

HS Result 2022: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল, সবার আগে রেজাল্ট দেখুন News18Bangla.com-এ

HS Result 2022: আজ বেলা ১২টা থেকে নিউজ18 বাংলা-র ওয়েবসাইট news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন রোল-নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷

  • published by :Suman Biswas
  • First published: June 10, 2022, 00:28 IST
আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

#কলকাতা: আজ, ১০ জুন, শুক্রবার প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (WB HS Result 2022) ৷ এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের মধ্যে পাশের হার ৯০.১৯ শতাংশ আর মেয়েদের মধ্যে পাশের হার ৮৬.৯৮ শতাংশ। পূর্ব মেদিনীপুর,পশ্চিম, মেদিনীপুর, সহ সাত টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। ৬০ শতাংশের বেশি পেয়েছে ৭৮.১৬ পার্সেন্ট পরীক্ষার্থী। বেলা ১২টা থেকেই নিউজ 18 বাংলার ওয়েবসাইটে news18bangla.com-এ দেখা যাবে রেজাল্ট ৷ টাইপ করুন রোল-নম্বর এবং জেনে নিন রেজাল্ট ৷ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এদিন ফল ঘোষণা করেন। ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল এ বছর।

এ বছর সাড়ে সাত লাখের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিল। রেকর্ড দিনের মাথায় আজ এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (HS Result 2022) করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই ফল প্রকাশ ঘিরেই কৌতুহল তুঙ্গে। প্রতিবারের মত এবারও প্রথম থেকে দশম স্থান পর্যন্ত মেধা তালিকাও ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই মেধা তালিকা ঘিরেই কৌতুহল তুঙ্গে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ''৫৬ টি বিষয়ের উপর পরীক্ষা হয়েছে এবার। Jee মেন-এর জন্য তিনবার সূচি পরিবর্তন করতে হয়েছে। তার জন্য আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কোথাও ইন্টারনেট বন্ধ ছিল না। ছাত্রীদের সংখ্য়া ছাত্রদের তুলনায় ৬৫৪৮৬ বেশি।''

আরও পড়ুন: শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, নজরে রাখতেই হবে যে বিষয়গুলি...

প্রসঙ্গত, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ‘‘বেলা ১১.৩০টা নয়, শুক্রবার দুপুর ১২টা থেকে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।’’ SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপস, সব ক্ষেত্রেই দুপুর ১২টা থেকেই ফলাফল জানা যাবে বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজভবনে হঠাৎ হাজির মমতা, নিজের আঁকা ছবি রাজ্যপাল ধনখড়কে উপহার দিলেন মুখ্যমন্ত্রী!

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জেরে নির্দিষ্ট পরিমান সিলেবাসের ওপরই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজ ফল প্রকাশ হলেও ২০ জুন থেকে ছাত্রছাত্রীরা ফলাফল ও মার্কশিট হাতে পাবে স্কুলগুলি থেকে।

news18bangla.com-এ  আজ, বেলা ১২টা থেকেই উচ্চ মাধ্যমিকের ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা ৷ এ ছাড়াও এসএমএস, মোবাইল অ্যাপের মাধ্যমেও জানা যাবে ফল ৷

Tags:Higher Secondary Results 2022, Hs results 2022, Wb hs result 2022

শীর্ষ নিবন্ধ