TRENDING:

HS Exam Results: দু'বছর আগের পুরনো কষ্ট ভুলিয়ে দিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট! চমকে দিল পূর্ব মেদিনীপুরের অদ্রিজা

Last Updated:

HS Exam Results: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল সেই কষ্ট ভুলিয়ে দিল সে বারের মাধ্যমিক উত্তীর্ণ হওয়া মহিষাদলের এক কৃতি ছাত্রীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিষাদল: উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল। আর এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল এক ছাত্রীর দু বছর আগেকার কষ্ট ভুলিয়ে দিল। সালটা ২০২৩ এর ১৯ মে। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। ২০২৫ এ যারা উচ্চমাধ্যমিক পাশ করল তারা সেবার মাধ্যমিক পাস করেছিল।  কিছু জন ছাত্র-ছাত্রী মেধা তালিকার দোরগোড়ায় এসে ১-২ নাম্বারের জন্য মেধাতালিকায় স্থান পায়নি। ফলে ভালো রেজাল্ট করলেও মনে কিছুটা কষ্ট পেয়েছিল। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল সেই কষ্ট ভুলিয়ে দিল সে বারের মাধ্যমিক উত্তীর্ণ হওয়া মহিষাদলের এক কৃতি ছাত্রীকে।
advertisement

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলা। মেধাতালিকায় যে রাজ্যজুড়ে ৭২ জন স্থান পেয়েছে, এই তালিকায় প্রথম দশের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার রয়েছে পাঁচজন কৃতি ছাত্র-ছাত্রী রয়েছে। এগরা মহকুমায় দু’জন, কাঁথি মহকুমায় একজন, হলদিয়া মহকুমায় একজন এবং তমলুক মহকুমায় একজন। মহিষাদল ব্লকের উচ্চমাধ্যমিকে নবম তালিকা স্থান করে নিয়েছে তাজপুর হাই স্কুলের অদ্রিজা জানা। তার প্রাপ্ত নম্বর ৪৮৯।

advertisement

আরও পড়ুন: বিজেপিতে পাকাপাকি অতীত হয়ে গেলেন দিলীপ ঘোষ? কার নেতৃত্বে বিধানসভা নির্বাচন? বৈঠকেই স্পষ্ট হয়ে গেল ‘সব’

২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় স্থান পেয়ে ২০২৩ সালে মাধ্যমিকের মেধা তালিকায় স্থান না পাওয়ার কষ্ট ভুলে গেল মহিষাদলের ওই ছাত্রী। অদ্রিজা জানিয়েছেন, ২০২৩ সালে মাধ্যমিকের ফলাফলে ১ নম্বর কম হওয়ায় কৃতিদের তালিকায় স্থান করতে পারেনি।  উচ্চমাধ্যমিকে কৃতিদের তালিকায় নাম তোলার জন্য কঠোর পরিশ্রম শুরু করে। সেই পরিশ্রমই তাকে সাফল্য এনে দিয়েছে। তবে এবারেও হতাশ কারণ এক নম্বরের জন্য অষ্টম স্থানে নাম তুলতে পারেনি।

advertisement

এদিন তার এই ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজ থেকে শিক্ষা দফতরের আধিকারিক, স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধিরা উপস্থিত হয় তার বাড়িতে। মিষ্টি মুখ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অদ্রিজা আগামীদিনে একজন চিকিৎসক হতে চায়। মাধ্যমিকে কৃতিদের তালিকায় নাম তুলতে না পারার কষ্ট এবার উচ্চমাধ্যমিকে নবম হওয়ায় সেই দূর হয়েছে বলে জানান অদ্রিজার বাবা ও মা।

advertisement

— সৈকত শী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam Results: দু'বছর আগের পুরনো কষ্ট ভুলিয়ে দিল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট! চমকে দিল পূর্ব মেদিনীপুরের অদ্রিজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল