বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফলপ্রকাশ করে। এত নম্বর বাড়ায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মূল্যায়নে থাকছে প্রশ্ন? প্রথম দশ মেধাতালিকায় স্থান করে নিল আরও একজন আলিপুরদুয়ারের পড়ুয়া।
আরও পড়ুন: অপারেশন সিঁদুর নিয়ে গর্বের পোস্ট করে মারাত্মক কাণ্ড, গৃহবধূকে সোশ্যাল মিডিয়ায় যা লেখা হল অবিশ্বাস্য!
advertisement
মেধাতালিকার সংখ্যা ৭২ থেকে বেড়ে হল ৭৩। তৎকাল পরিষেবায় রিভিউয়ের ফলপ্রকাশ হল। সংসদ জানিয়েছে এর জন্য ৬১০১ উত্তরপত্র জমা পড়েছিল বিষয় ভিত্তিক। নম্বর পরিবর্তন হয়েছে — ১৬০২ এবং নম্বর পরিবর্তন হয়নি– ৪৪৯৯।
অন্যদিকে, তৎকাল পরিষেবায় স্ক্রুটিনির ফলপ্রকাশ হল এদিন। তৎকাল পরিষেবায় স্ক্রুটিনির জন্য ৫৪৫৪ জনের উত্তরপত্র জমা পড়েছিল বিষয়ভিত্তিক।
আরও পড়ুন: চুরি করা শাড়ি পড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, তারপর? মধ্যমগ্রামে যা কাণ্ড ভাবতে পারবেন না!
এর মধ্যে পরিবর্তন হয়েছে — ১০৮৭ জনের, পরিবর্তন হয়নি– ৪৩৬৭। পিপিআর এবং পিপিআর মিলিয়ে মোট ১১৫৫৫ জনের আবেদন জমা পড়েছিল বিষয়ভিত্তিক। পরিবর্তন হয়েছে ২৬৮৯ জনের। পরিবর্তন হয়নি ৮৮৬৬ জনের। এর মধ্যে এক থেকে দশ নম্বর বেড়েছে ২৫৫৯ জনের, ১১ থেকে ২০ নম্বর বেড়েছে ৯৮ জনের, ২১ থেকে ৩০ নম্বর বেড়েছে ১২ জনের। ৩১ বা তার বেশি বেড়েছে ২০ জনের। মোট নম্বর বেড়েছে ২৬৮৯ জনের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়