মাছ নয়, ‘মহৌষধ’! ভাজা করে খেলেই রক্ত থেকে নিংড়ে বেরোবে ‘Sugar’! ভিটামিন ‘ডি’ ভরপুর…কমায় ক্যানসার!
মহিলা ক্যাটারিং এর কাজ, সঙ্গে সংসারের কাজ, পাশাপাশি পড়াশোনা। সবকিছু সামলে এই নারীর দল মঙ্গলবার সকালে রওনা দিলেন ইংরেজি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। নেপথ্যে অভিভাবকের কাজ করছে ওন্দা যুবসমাজ। মন্দিরা প্রামানিক,চিন্তামণি প্রামানিক,অঞ্জলি বাউরী , বীথিকা মালগোপ এবং জ্যোৎস্না পাল। এই পাঁচ মহিলা জীবন যুদ্ধে লড়াইয়ের জন্য কেউ করছেন মহিলা ক্যাটারিং-এর কাজ আবার কেউ করছেন সেলাইয়ের কাজ।
advertisement
সঙ্গে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা রয়েছে তাঁদের। জানলে অবাক হবেন মন্দিরা প্রামাণিকের পুত্র আয়ুষ প্রামানিক একাদশ শ্রেণির পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ মা এবং পুত্র দুজনে একসঙ্গে বসে করছে পড়াশোনা। পুরো ঘটনাটার মধ্যে কোথাও যেন অনুপ্রেরণা লুকিয়ে রয়েছে। এই অনুপ্রেরণায় হয়তো আগামী দিনে মহিলাদের এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।
এই মহিলাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের গল্প আমাদের সমাজে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করছে, যে কখনওশিক্ষার দরজা বন্ধ হয় না। জীবন সঙ্গী বা পারিপার্শ্বিক সমস্যাগুলি যেন কখনওশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, এই ধরনের দৃষ্টান্ত আমাদের প্রেরণা দেয়।
নীলাঞ্জন ব্যানার্জী