TRENDING:

পড়াশোনার ইচ্ছে ছিল, জোর করে বিয়ে দেয় বাড়ি থেকে...! ৩৫ পেরিয়ে অবশেষে উচ্চ মাধ্যমিক দিলেন এই ৫ বধূ!

Last Updated:

HS Exam 2025: বাঁকুড়ার ওন্দা ব্লকের পাঁচ মহিলা, মন্দিরা প্রামাণিক, চিন্তামণি প্রামাণিক, অঞ্জলি বাউরী, বীথিকা মালগোপ ও জ্যোৎস্না পাল, সংসারের কাজ সামলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তাঁদের জেদ, লড়াইয়ের গল্প আপনাকে মুগ্ধ করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়। অল্প বয়সে বিয়ে করে সংসারের বেড়াজালে শেষ হয়ে যায় পড়াশোনার স্বপ্ন। সেই স্বপ্ন আবারও পুনরুজ্জীবিত করল ওন্দা যুবসমাজ। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের ৩৫ ঊর্ধ্ব পাঁচ মহিলা আবারও দিচ্ছেন উচ্চমাধ্যমিক পরীক্ষা।বাড়িতে আর্থিক অনটন থাকা সত্ত্বেও, জীবন যুদ্ধ টিকে থাকার লড়াই প্রতিনিয়ত করেন এই মহিলারা।
advertisement

মাছ নয়, ‘মহৌষধ’! ভাজা করে খেলেই রক্ত থেকে নিংড়ে বেরোবে ‘Sugar’! ভিটামিন ‘ডি’ ভরপুর…কমায় ক্যানসার!

মহিলা ক্যাটারিং এর কাজ, সঙ্গে সংসারের কাজ, পাশাপাশি পড়াশোনা। সবকিছু সামলে এই নারীর দল মঙ্গলবার সকালে রওনা দিলেন ইংরেজি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। নেপথ্যে অভিভাবকের কাজ করছে ওন্দা যুবসমাজ। মন্দিরা প্রামানিক,চিন্তামণি প্রামানিক,অঞ্জলি বাউরী , বীথিকা মালগোপ এবং জ্যোৎস্না পাল। এই পাঁচ মহিলা জীবন যুদ্ধে লড়াইয়ের জন্য কেউ করছেন মহিলা ক্যাটারিং-এর কাজ আবার কেউ করছেন সেলাইয়ের কাজ।

advertisement

বিপুল টাকা হবে, সৌভাগ্য উপচে পড়বে! যদি আপনার জন্মতারিখের ‘যোগফল’ এই…কিন্তু দুর্ভাগ্য কিসে? জানলে চমকাবেন

রাতে শুতে গেলেন স্বামী-স্ত্রী, সকালে ঘুম ভাঙতেই ‘শিউরে’ উঠলেন যুবক…স্ত্রী কই? দু’জনের মাঝখানে এটা কী!

সঙ্গে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা রয়েছে তাঁদের। জানলে অবাক হবেন মন্দিরা প্রামাণিকের পুত্র আয়ুষ প্রামানিক একাদশ শ্রেণির পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ মা এবং পুত্র দুজনে একসঙ্গে বসে করছে পড়াশোনা। পুরো ঘটনাটার মধ্যে কোথাও যেন অনুপ্রেরণা লুকিয়ে রয়েছে। এই অনুপ্রেরণায় হয়তো আগামী দিনে মহিলাদের এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।

advertisement

এই মহিলাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের গল্প আমাদের সমাজে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করছে, যে কখনওশিক্ষার দরজা বন্ধ হয় না। জীবন সঙ্গী বা পারিপার্শ্বিক সমস্যাগুলি যেন কখনওশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, এই ধরনের দৃষ্টান্ত আমাদের প্রেরণা দেয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের নীরব সাক্ষী বর্ধমানের এই দিঘি..! কৃষ্ণসায়রের 'অজানা' ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
পড়াশোনার ইচ্ছে ছিল, জোর করে বিয়ে দেয় বাড়ি থেকে...! ৩৫ পেরিয়ে অবশেষে উচ্চ মাধ্যমিক দিলেন এই ৫ বধূ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল