TRENDING:

HS Exam 2025 Life Science Last Minute Suggestion: উচ্চ মাধ্যমিক দোরগোড়ায়, পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন বিশিষ্ট শিক্ষক

Last Updated:

HS Exam 2025 Life Science Last Minute Suggestion: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরূপ কুমার পান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: জীবন বিজ্ঞান অনেকের পছন্দের একটি বিষয় এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাই এবছর ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরূপ কুমার পান। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন।
advertisement

৫ নম্বর এর প্রশ্নে থাকতে পারে গুপ্তজীবী উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি, মানব ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন চিত্রসহ, মানব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন চিত্রসহ, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা, Lac operom এর গঠন। এছাড়াও উদাহরণ সহ উদ্ভিদ পর্যায়ক্রমের সাধারণ পদ্ধতি। পাশপাশি, পড়তে হবে বায়ুদূষণের উৎস, মানবদেহের ক্ষতিকারক প্রভাব, ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন সংক্রান্ত গ্রিফীতের পরীক্ষা, বিশ্ব উন্নায়নের তাৎপর্য, গ্রিন হাউসের প্রভাব, ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রারম্ভিক দশার ধাপসমূহ।

advertisement

আরও পড়ুন: কে বাঁচায় কে বাঁচে-ভারতবর্ষ-ভাত গল্পগুলির কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এ বছর উচ্চ মাধ্যমিক বাংলার মোক্ষম সাজেশন

৩ নম্বরের প্রশ্নের জন্য প্রস্তূতি নিতে হবে জন্ম নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি, অ্যামনিয়োসেন্টেসিস, DNA প্রতিলিপিকরণের প্রারম্ভিক পর্যায়, শব্দচিত্রের সাহায্যে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া, হার্ডি উইনবার্গ মূলনীতির তাৎপর্য, অনাক্রম্যতার প্রকারভেদ, অ্যাসক্যারিয়াসিস রোগসৃষ্টিকারী জীবের বিজ্ঞানসম্মত নাম ও এই রোগের বিস্তার পদ্ধতি, আদর্শ অ্যান্টিবডির গঠন চিহ্নিত চিত্র সহ, ফাইলেরিয়েসিস রোগের উপসর্গ, উদ্ভিদ কলাপালন পদ্ধতি, কার্পের প্রণোদিত প্রজনন পদ্ধতি, বায়োপেটেন্ট, বায়োপাইরেসি ও বায়োসেফটির সংজ্ঞা ও উদাহরণ, DNA Packaging-এর পর্যায়, ইনসুলিন তৈরির ধাপ সমেত যে কোনও তিনপ্রকার ব্যাকটেরিয়ার জীবজ সার হিসাবে ব্যাবহারের বর্ণনা খুঁটিয়ে পড়তে হবে।

advertisement

আরও পড়ুন: ইংরেজি নিয়ে চিন্তা ছাড়ুন, উচ্চ মাধ্যমিকে ছাঁকা নম্বর তুলতে রইল বিশেষজ্ঞ শিক্ষকের লাস্ট মিনিট সাজেশন

নর্দমার জল বিশুদ্ধকরণ পদ্ধতি, PBR 322 এর চিত্র (চিহ্নিত) অঙ্কন, জলদূষণের ক্ষতিকারক প্রভাব, ওজনস্তর অবক্ষয়ের পরিণাম, টার্নার, ক্লাইনফেল্টাস ও ডাউন সিনড্রোমের কারণও উপসর্গ, আটইকোলজি সিনইকোলজি, Ecologyical, BT উদ্ভিদ উৎপন্ন করার প্রয়োজনীয় ধাপগুলি, সপুষ্পক উদ্ভিদের স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি ও গঠন, শব্দচিত্রর সাহায্যে ফসফরাস চক্র, SCP এর গুরুত্ব, মৌমাছির লিঙ্গনির্ধারণ পদ্ধতি, বায়োগ্যাস উৎপাদনে অণুজীবের ভূমিকা, ড্রাগের শ্রেণীবিভাগ, ইমাসকুলেশন এই সমস্ত প্রশ্নের প্রস্তূতি রাখতে হবে।

advertisement

দু’নম্বরের প্রশ্ন সংজ্ঞা, ও উদাহরণ পড়তে হবে যে সমস্ত প্রশ্নের উত্র সেগুলি হল, বহু ভ্রুণতা, অ্যাপোমিক্সিস, ক্লিস্টোগ্যামি, সহপ্রকটতা, ম্যাল্টিপল অ্যালিল, প্লিওট্রপি, অভিযোজন বিচ্ছুরণ, জেনেটিক ড্রিফ্ট, বায়োফোর্টিফিকেশন। বেশ কিছু রোগের নামও দায়ী প্যাথোজেনের বিজ্ঞানসম্মত নাম মুখস্থ করতে হবে। এর মধ্যে রয়েছে এইডস, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, অ্যাসকারিয়েসিস, দাদ, নিউমোনিয়া, মাছের ফুলকা পচন ও ড্রপসি। শিক্ষক অরূপবাবুর কথায়, এই সাজেশন পরীক্ষার্থীরা ভাল করে দেখে গেলে তারা পরীক্ষায় জীবন বিজ্ঞানে ভাল ফলাফল করতে পারবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam 2025 Life Science Last Minute Suggestion: উচ্চ মাধ্যমিক দোরগোড়ায়, পরীক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন বিশিষ্ট শিক্ষক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল