উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এখনও পর্যন্ত মোট ১৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম দিন ৫ জনের, দ্বিতীয় দিন কারও পরীক্ষা বাতিল হয়নি। ফের তৃতীয় দিনে ৩ জনের পরীক্ষা বাতিল করা হয়, চতুর্থ দিন বাদ ছিল বাতিল, ফের পঞ্চম দিন ৬ জন ও ষষ্ঠ অর্থাৎ বৃহস্পতিবার আরও ৩ জনের পরীক্ষা বাতিল করেছে সংসদ। এখনও পর্যন্ত এ বছরের উচ্চ মাধ্যমিকে মোট ১৭ জনের পরীক্ষা বাতিল হয়েছে বলে সংসদ সূত্রে দাবি।
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF
গত শুক্রবারই শুরু হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নির্দেশিকায় প্রথমেই জানানো হয়েছিল, মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ। এই দুটি ডিভাইস নিয়ে কোনওভাবেই উচ্চ মাধ্য়মিকের পরীক্ষাকেন্দ্রে যাওয়া যাবে না। সমস্ত ডিএসি মেম্বার, সেন্টার ইন চার্জ, সেন্টার সেক্রেটারিজ, ভেনু সুপারভাইজার, কাউন্সিল নমিনি, ইনভিজিলেটর সহ সংশ্লিষ্ট সকলের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। তারপরেও কীভাবে এমন ঘটনা তা খতিয়ে দেখবে সংসদ।
আরও পড়ুন: ফ্যান চালানোর দিন হাজির, রেগুলেটর-এ ১-এ পাখা চালালে বিদ্যুতের বিল কি কম আসে? চমকে যাবেন জানলে
নির্দেশিকায় বলা হয়েছিল, কোনও পরিক্ষার্থী যদি মোবাইল ফোন নিয়ে ধরা পড়েন পরীক্ষাকেন্দ্রের ভেতর, ভেনু চত্বরে তবে তার গোটা পরীক্ষা বাতিল এক বছরের জন্য। বাকি দিনগুলিতে পরীক্ষা দিতে পারবেন না তিনি। মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি-সহ সেই ধরনের সমস্ত ডিভাইস নিষিদ্ধ পরীক্ষাকেন্দ্রে। এ বছরের মাধ্যমিক পরীক্ষাতেও একাধিক পরীক্ষা বাতিলের ঘটনা সামনে এসেছে। উচ্চ মাধ্যমিকেও সেই ‘অপরাধ’-এর ঘটনা বজায় থাকল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
