পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যেই এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। প্রথম ভাষার প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগ ওঠে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে। তার ফলেই পরীক্ষা বাতিল করা হয় অভিযুক্ত পরীক্ষার্থীর। এরপর আরও দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। প্রশ্নপত্র ছবি তোলার জন্য নয়, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্র গিয়েছিল এই দুই পরীক্ষার্থী। আর তার জেরেই পরীক্ষা বাতিল হয়।
advertisement
মাধ্যমিক চলাকালীনও মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল হয়। সাম্প্রতিক সময় এই নজির প্রথম বলেই দাবি পর্ষদের আধিকারিকদের। মাধ্যমিকে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরালের অভিযোগে মোট ৩৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 2:38 PM IST
