আরও পড়ুন- ডিসেম্বরেই শেষ উচ্চ প্রাথমিকের অভিযোগের শুনানি, এবার কি তবে নিয়োগ? SSC বলছে...
HPSSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- ইউনিয়ন পাবলিক সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই আবেদন করুন
বিশদ নোটিশ মিলবে এই লিঙ্কে- https://hpsssb.hp.gov.in/AllNotificationUpd.aspx?id=2
| হিমাচল প্রদেশ স্টাফ সিলেকশন কমিশন (HPSSC) | শূন্যপদের সংখ্যা ৫৫৪টি |
| পদের নাম: | জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য |
| শূন্যপদের সংখ্যা: | ৫৫৪ |
| কাজের স্থান: | হিমাচল প্রদেশ |
| কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
| নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
| আবেদন প্রক্রিয়া শুরু: | ০৬.১২.২০২১ |
| শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
| বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
| আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
| আবেদনের শেষ দিন: | ০৫.০১.২০২২ |
| মেডিক্যাল ল্যাবোরেটরি টেকনিশিয়ান: | ১০টি পদ |
| ইনভেস্টিগেটর: | ৩টি পদ |
| স্টেনো টাইপিস্ট: | ৬৬টি পদ |
| ল্যাবোরেটরি টেকনিশিয়ান: | ১টি পদ |
| ফিল্ড ইনভেস্টিগেটর: | ১টি পদ |
| জুনিয়র স্কেল স্টেনোগ্রাফার: | ১টি পদ |
| জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস): ৭ | ৮টি পদ |
| স্টাফ নার্স: | ৮৫টি পদ |
advertisement
| রেডিওগ্রাফার: | ৪টি পদ |
| ল্যাবোরেটরি অ্যাসিস্ট্যান্ট: | ১৬টি পদ |
| অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট: | ১৮টি পদ |
| স্যানিটারি ইন্সপেক্টর: | ৬টি পদ |
| জুনিয়র টেকনিশিয়ান (ওয়েভিং মাস্টার/ ইন্সট্রাক্টর): | ৩টি পদ |
| জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (আইটি): | ২০০টি পদ |
| অ্যাসিস্ট্যান্ট মাইনিং ইন্সপেক্টর: | ২টি পদ |
| জুনিয়র ড্রটসম্যান (ইলেকট্রিক্যাল): | ৩টি পদ |
| ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি): | ৩টি পদ |
| মেডিক্যাল ল্যাবোরেটরি টেকনিশিয়ান গ্রেফ- | ২: ২টি পদ |
advertisement
| অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট: | ২টি পদ |
| ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: | ৬টি পদ |
| রেডিওগ্রাফার: | ৩টি পদ |
| স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট: | ৬টি পদ |
| জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিকাল): | ১২টি পদ |
| অ্যাকাউন্টেন্ট: | ৪টি পদ |
| লাইব্রেরিয়ান: | ১টি পদ |
| অ্যাকাউন্টেন্ট: | ১টি পদ |
| জুনিয়র অ্যাকাউন্টেন্ট: | ২টি পদ |
| মাইনিং ইন্সপেক্টর: | ৪টি পদ |
| ফার্মাসিস্ট (অ্যালোপ্যাথি): | ৭টি পদ |
| বয়লার অপারেটর: | ৩টি পদ |
| মেডিকেল সোশ্যাল ওয়ার্কার: | ১টি পদ |
Location :
First Published :
December 04, 2021 7:35 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
HPSSC Recruitment 2021: স্টাফ সিলেকশন কমিশনে মেগা রিক্রুটমেন্ট! ৫৫৪ শূন্যপদে নিয়োগের ঘোষণা
