TRENDING:

উচ্চ মাধ্যমিকের মাত্র ৭ দিনের মাথায় রিভিউ শেষ! স্ক্রুটিনির ফল কবে প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ?

Last Updated:

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ১৪ মে তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করবে। ৭ মে থেকে ১১ মে পর্যন্ত ১১,৫৬৩ জন আবেদন করেন। নতুন শর্তের কারণে এবারের আবেদন সংখ্যা কমেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উচ্চ মাধ্যমিকের মূল ফল প্রকাশের মাত্র সাত দিনের মাথায় তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামীকাল, ১৪ মে দুপুর ৩টে নাগাদ সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হবে। যাঁরা তৎকাল পরিষেবায় আবেদন করেছিলেন, তাঁরা অনলাইনের মাধ্যমেই নিজেদের সংশোধিত ফলাফল জানতে পারবেন।
তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করছে সংসদ, আবেদনকারীদের জন্য বড় খবর
তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশ করছে সংসদ, আবেদনকারীদের জন্য বড় খবর
advertisement

উল্লেখ্য, ৭ মে মধ্যরাত থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত তৎকাল পরিষেবায় রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল। রিভিউয়ের জন্য ৫,৪৫৯ জন এবং স্ক্রুটিনির জন্য ৬,১০৪ জন – মোট ১১,৫৬৩ জন ছাত্রছাত্রী এই পরিষেবায় আবেদন করেন।

বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!

advertisement

মাটির নীচ থেকে কিসের শব্দ আসছে? খুঁড়তে খুঁড়তে বেরিয়ে পড়ল এমন এক ‘জিনিস’…যা দেখে হতবাক সবাই!

সাপের কান নেই, তবু বাঁশির সুরে কী ভাবে শরীর দোলায়? সত্যিটা জানলে চমকে যাবেন!

তবে গত বছরের তুলনায় এবারে তৎকাল পরিষেবায় আবেদনকারী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর এই পরিষেবায় ২২,৮৩৬ জন আবেদন করেছিলেন। সংসদের তরফে জানানো হয়েছে, এবারে একটি নতুন শর্ত আরোপ করা হয়েছিল, যার ফলে আবেদনকারীর সংখ্যা কমেছে। শর্ত ছিল, যে তিনটি বিষয়ে সর্বোচ্চ গ্রেড পাওয়া যাবে, সেই তিনটি বিষয়ের ভিত্তিতেই তৎকাল পরিষেবার আবেদন করা যাবে। যে বিষয়ে রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করা হচ্ছে, সেটি বাদে বাকি তিন বিষয়ে সর্বোচ্চ গ্রেড থাকা আবশ্যক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, সাধারণ পদ্ধতিতে রিভিউ ও স্ক্রুটিনির আবেদন নেওয়া হচ্ছে এখনও। ২২ মে পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া। এখনও পর্যন্ত সাধারণ পদ্ধতিতে ২২,৫৫৪ জন ছাত্রছাত্রী আবেদন করেছেন বলে সংসদ সূত্রে খবর।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
উচ্চ মাধ্যমিকের মাত্র ৭ দিনের মাথায় রিভিউ শেষ! স্ক্রুটিনির ফল কবে প্রকাশ করতে চলেছে শিক্ষা সংসদ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল