প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে এবার উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। চলতি সেমেস্টার থেকেই মূল্যায়নে গুরুত্বপূর্ণ রদবদল আনছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। omr এর কার্বন কপি পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্র-ছাত্রীরা নিয়ে চলে যেতে পারবেন। প্রসঙ্গত, তৃতীয় সেমিস্টার থেকেই ছাত্রছাত্রীরা omr এ পরীক্ষা দেবেন।
পাশাপাশি, ফলপ্রকাশের আগেই কোন বিষয় কত নম্বর পাচ্ছেন, সেই সম্পর্কেও স্পষ্ট ধারণা পাবেন পড়ুয়ারা। প্রত্যেক পড়ুয়ার ওএমআর ওয়েবসাইটে আপলোড করারও পরিকল্পনা সংসদের। বিষয়ভিত্তিক প্রত্যেক পড়ুয়ার ওএমআর ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ১০৮টি জলে স্নান প্রভুর, প্রথমেই বেরবে সুদর্শন চক্র…তারপর একে একে জগন্নাথ, বলরাম, শুভদ্রা!
সেপ্টেম্বরের সেমেস্টার থেকেই এই পরিকল্পনা কার্যকরী করতে চলেছে সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বললেন, ‘‘আমাদের আলোচনা এখন চূড়ান্ত স্তরে। খুব শীঘ্রই আমরা সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব।’’
৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। মোট ১২ দিন পরীক্ষা চলবে। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা চলাকালীন প্রথম ও তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোকেশন্যাল বিষয় ছাড়া সব বিষয়ের প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে। তৃতীয় সিমেস্টারের পরীক্ষা হবে দুপুর ১টা থেকে ২টো ১৫ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: দিঘায় রথ যাত্রার প্রস্তুতি শুরু…বৈঠক ডাকল নবান্ন! থাকবেন মুখ্যমন্ত্রী মমতাও
যারা অকৃতকার্য হয়েছে তারা চাইলে নতুন পদ্ধতিতেও পরীক্ষা দিতে পারবে। স্কুলের মারফত অনলাইনে নতুন পদ্ধতিতে পড়ার আবেদন জানাতে হবে। সে ক্ষেত্রে তারা তৃতীয় ও চতুর্থ সিমেস্টার দিতে পারবে। ৭ মে রাত থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু যারা নতুন পদ্ধতিতে যেতে চাইবে না তাঁদের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। কবে কোন পরীক্ষা সবিস্তারে শিক্ষা সংসদের তরফে শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।