শেষ হল উচ্চ মাধ্যমিক। সোমবার উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের বায়োলজি পরীক্ষা ছিল। সেই পরীক্ষাতেই দুটি প্রশ্নে ভুল ধরা পড়ল। “প্রশ্ন দুটি উত্তর দেওয়ার চেষ্টা করলেই পূর্ণ নম্বর পাবেন পরীক্ষার্থীরা… ” এমনটাই জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ২০২৫-এ পুজোর আগেই শুরু হল। কারণ, এ বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে। পরীক্ষার জন্য কড়া পদক্ষেপ করেছে শিক্ষা সংসদ। কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাফ জানিয়েছেন, হেনস্থা বা মারধরের ঘটনা ঘটলে কোনও ভাবে তা ক্ষমা করা যাবে না।প্রথম দিন থেকেই অভিভাবকেরা আশঙ্কায় ছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওএমআর শিটে অঙ্কের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে না পরীক্ষার্থীরা। আজকের আগেও পরীক্ষা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমেস্টারের সময়সীমা নিয়ে প্রবল আতঙ্ক ছিল পরীক্ষার্থীদের মধ্যেও। সেটাই মিলে গেল।
advertisement
গতশুক্রবারেও অঙ্ক পরীক্ষা দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বহু পরীক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে ওএমআর শিটে অঙ্কের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি বলেই তাদের অভিযোগ। অনেকেই জানিয়েছে, প্রশ্ন সহজ হয়েছিল। মূল সমস্যা তৈরি হয়েছে প্রশ্নপত্রের দৈর্ঘ্য এবং অঙ্ক করার জায়গা নিয়ে। প্রথমবার ওএমআর শিট-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল পড়ুয়ারা। ১ ঘণ্টা ১৫ মিনিটের মধ্যে উত্তর দিতে হয়েছে তাদের।
