উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র থাকছে কিউআর কোড বা বার কোড। পাশাপাশি থাকছে সিরিয়াল নম্বরও। প্রশ্নপত্র ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হলেই সঙ্গে সঙ্গে সেই প্রশ্নপত্রকে চিহ্নিত করতে পারবে সংসদ। কোন ঘরে, কোন পরীক্ষার্থী সেই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে সংসদ। ছাত্রছাত্রীদের উচ্চমাধ্যমিকেও প্রশ্নপত্রের উপরে থাকা সিরিয়াল নম্বর লিখতে হবে উত্তরপত্রে। ধরা পড়লেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, জানালো সংসদ।
advertisement
এ বছর মাধ্যমিকের ৭ বিষয়ের পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরালের ঘটনায় মোট ৩৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। মাধ্যমিকে লিখিত পরীক্ষার শেষ দিনেও প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরালের অভিযোগ ওঠে। তার জেরে শনিবারও দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে পর্ষদ। দুই পরীক্ষার্থীর মধ্য থেকে এক পরীক্ষার্থী মালদহ ও অন্য এক পরীক্ষার্থী জলপাইগুড়ি জেলার। এ বার এই প্রথম মধ্যশিক্ষা পর্ষদ প্রশ্নপত্রে কোডের ব্যবহার করে। প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হলে সেই পরীক্ষার্থীকে চিহ্নিত করতে পারবে পর্ষদ এই প্রযুক্তি ব্যবহার করে এবার।