উচ্চমাধ্যমিকে বাংলায় ভালনম্বর পেতে হলে পরিকল্পিত পড়াশোনা এবং দক্ষতা বৃদ্ধির কিছু কৌশল অনুসরণ করা জরুরি। প্রতিটি অধ্যায় ভাল ভাবে পড়তে হবে। বারবার রিভিশন দিতে হবে। ব্যাকরণ এবং ভাষাগত নিয়ম যথাযথভাবে রপ্ত করতে হবে। বিশেষ করে সন্ধি, সমাস, কারক-বিভক্তি এবং অলঙ্কার।
রচনার ক্ষেত্রে সুন্দর ভাষা, যথাযথ তথ্য ও সঠিক উপসংহার লেখা অভ্যাস করতে হবে ।ভাবসম্প্রসারণ এবং সারাংশ লেখার দক্ষতা বাড়ান। অপ্রয়োজনীয় শব্দ বাদ দিন। বিগত বছরের প্রশ্নপত্র এবং মডেল টেস্ট বারবার সমাধান করতে হবে। এরই সঙ্গে উত্তরপত্র পরিষ্কার এবং সুগঠিতভাবে এবং বানানের শুদ্ধতা বজায় রেখে প্রশ্ন ভাল ভাবে পড়ে উত্তর লিখতে হবে। পরীক্ষার হলে সময় ঠিকভাবে বণ্টন করাও জরুরি।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 1:42 PM IST