প্রসঙ্গত, ফেব্রুয়ারির শুরুতেই আরম্ভ হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪। নতুন নিয়ম অনুসারে সকাল ৯:৪৫ থেকে শুরু হবে পরীক্ষা যা চলবে বেলা ১ টা পর্যন্ত।
আরও পড়ুন: মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে চিন্তিত? রইল দারুণ নম্বর পাওয়ার সহজ উপায়, দেখে নিন
advertisement
প্রতি পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসা বাধ্যতামূলক। অ্যাডমিটে প্রদর্শিত নির্দেশগুলি মানতে হবে পরীক্ষার্থীদের। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও থাকছে কড়া নজরদারি ব্যবস্থা। কোনও সমস্যা ছাড়াই যাতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয়, এখন সেটাই লক্ষ্য উচ্চ শিক্ষা সংসদের।
তবে কীভাবে কোন প্রশ্ন লেখা উচিত এই বিষয়ে কোটাসুর হাই স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষক কুন্তল মিত্র জানিয়েছে।
যেহেতু সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু। সেক্ষেত্রে অন্ততপক্ষে ৩০ মিনিট আগে স্কুলের মধ্যে প্রবেশ করা উচিত।
আরও পড়ুন: এবার জেলায় জেলায় ব্লকে ব্লকে চালু হবে কন্ট্রোল রুম, মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় নির্দেশ নবান্নের
পরীক্ষা সেন্টারে প্রবেশ করার পর অযথা বিভ্রান্ত না হয়ে ৯টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র পাওয়ার পর হাতে যে ১৫ মিনিট সময় থাকবে সেই ১৫ মিনিট ভাল করে প্রশ্নপত্রগুলি দেখে নিতে হবে।
যে যে প্রশ্ন গুলির উত্তর দিতে পারবে সেইগুলি আগে দেওয়া উচিত।
যেহেতু দশটার সময় উত্তরপত্র পাওয়া যাবে সেই ক্ষেত্রে প্রথমে ছোট প্রশ্নগুলির উত্তর দেওয়ার পর বড় প্রশ্নগুলির উত্তর দেওয়া উচিত।
সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পর অন্ততপক্ষে হাতের ১০ মিনিট সময় রাখতে হবে। সেই ১০ মিনিটের মধ্যে পুনরায় প্রত্যেকটি প্রশ্ন ঠিক ভাবে উত্তর দিয়েছে কিনা সেগুলি খুঁটিয়ে দেখলে নম্বর আরও ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌভিক রায়