প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্দিষ্ট কোর্সের জন্য মোট আসন সংখ্যা রয়েছে ৫১টি। এর মধ্যে সাধারণ বিভাগের ২৬ জন ভরতি হতে পারবেন। বাকি আসন সংখ্যা সীমিত রয়েছে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য। নির্দিষ্ট কোর্সের কোর্স-ফি লাগবে ১৫ হাজার টাকা। যারা আবেদন করবেন তাদের আবেদনের জন্য অর্থাৎ আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।
advertisement
আরও পড়ুন: গরমের ‘সুপার ফ্রুট’, তবু সাবধান! এই কয়েকটি রোগ থাকলে ভুলেও ছোঁবেন না তরমুজ, কাদের বারণ? জেনে নিন
এছড়াও আরও অনান্য বিষয়ও রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন আবেদনকারীকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে অনলাইন মাধ্যমে।
পাশাপাশি আবেদনমূল্য হিসেবে ৫০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বর্ধমান বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হতে পারে। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।
বনোয়ারীলাল চৌধুরী