ব্যাঙ্কে চাকরি করার অনেক প্রকারের সুবিধা রয়েছে। সেজন্য যে সকল চাকরিপ্রার্থীরা সরকারি খুঁজছেন তাঁদের অবশ্যই ব্যাঙ্কে চাকরি পাওয়ার চেষ্টা করা উচিত। যাঁরা এসবিআই ক্লার্ক নিয়োগ ২০২২ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের অবশ্যই এসবিআই ক্লার্ক পরীক্ষার প্যাটার্নটি (SBI Clerk Exam) জানতে হবে। এটি বিভিন্ন উপায়ে পরীক্ষার জন্য প্রস্তুত হতে অনেক সাহায্য করে।
advertisement
ইন্টারভিউ ছাড়াই নিয়োগ হবে
এসবিআই ব্যাঙ্ক ক্লার্ক পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া হয় না। এসবিআই ক্লার্ক পরীক্ষা দুটি পর্যায়ে পরিচালিত হয়। এর জন্য, প্রার্থীদের প্রথমে প্রিলিম পরীক্ষা দিতে হবে। প্রিলিমে সফল প্রার্থীরা মূল পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।
এসবিআই ক্লার্ক প্রিলিম পরীক্ষার প্যাটার্ন
এসবিআই ক্লার্ক প্রিলিম পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। প্রতিটি প্রশ্ন ১ নম্বরের অর্থাৎ মোট ১০০ নম্বরের একটি প্রশ্ন তৈরি করা হয়। এতে ইংরেজি ভাষা থেকে ৩০টি প্রশ্ন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড (QA) থেকে ৩৫টি এবং রিজনিং এবিলিটি থেকে ৩৫টি প্রশ্ন করা হয়। এই পরীক্ষায় প্রার্থীদের ৬০ মিনিট সময় দেওয়া হয়।
আরও পড়ুন-ভাষা কীভাবে আমাদের মস্তিষ্কের বিকাশে সাহায্য করে? জানলে অবাক হবেন!
এসবিআই ক্লার্ক মেইন পরীক্ষার প্যাটার্ন
যে প্রার্থীরা এসবিআই ক্লার্ক প্রিলিম পরীক্ষায় উত্তীর্ণ হন তাঁরা মেইন পরীক্ষায় উপস্থিত হন। মেইন পরীক্ষায় ৪টি বিষয় থেকে প্রশ্ন করা হয়। এতে রিজনিং এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে ৬০ নম্বরের ৫০টি প্রশ্ন করা হয়। ইংরেজি বিষয় থেকে ১ নম্বরের ৪০টি প্রশ্ন করা হয়। QA থেকে ৫০ নম্বরের ৫০টি প্রশ্ন করা হয় এবং আর্থিক সচেতনতা বিষয় থেকেও ৫০টি প্রশ্ন করা হয়। এমন পরিস্থিতিতে, এসবিআই ক্লার্ক মেইন পরীক্ষায় মোট ১৯০টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং এই পেপারটি মোট ২০০ নম্বরের। এই পরীক্ষার জন্য বরাদ্দ মোট সময় হল ২ ঘণ্টা ৪০ মিনিট।