TRENDING:

Purulia News: অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েদের জন্য সরকারি চাকরির সুযোগ , জানুন বিস্তারিত!

Last Updated:

পাহাড়ের ছেলেমেয়েদের সরকারি চাকরির প্রশিক্ষণ , শুরু হতে চলেছে জেলা পুলিশের আবাসিক ক্যাম্পে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া: আর পিছিয়ে থাকবে না জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েরা। অযোধ্যা পাহাড়বাসীদের জন্য দারুণ সুখবর। পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে হতে চলেছে কর্মসংস্থানের ব্যবস্থা। অযোধ্যা পাহাড়ের আদিবাসী যুবক-যুবতীদের পুলিশ ও সেনাবাহিনীতে চাকরির জন্য তিনমাস ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। আর শিক্ষকের ভূমিকায় দেখা যাবে জেলা পুলিশকে। রাজ্য কলকাতা পুলিশ , সিআরপিএফ, বিএসএফ ও সেনাবাহিনীতে যোগদানের জন্য শারীরিক , মৌখিক ও লিখিত পরীক্ষার সমস্ত প্রশিক্ষণ দেবে জেলা পুলিশ অন্যান্য আধিকারিকেরা।
advertisement

পুরুলিয়া জেলা পুলিশের ‘পথের দিশা’ প্রকল্পের অন্যতম অংশ হয়ে উঠতে চলেছে এই প্রশিক্ষণ। ইতিমধ্যেই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে এর ফলে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েরা সরকারি চাকরির সুযোগ পাবে। সম্প্রতি অযোধ্যা পাহাড়ের একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জেলাবাসীর উদ্দেশ্যে এই কথা জানিয়েছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ‌

advertisement

তিনি বলেন , অযোধ্যা পাহাড়ের ছেলেমেয়েদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। তারা যদি সঠিকভাবে সুযোগ পায় তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবে সেই কারণেই এই প্রশিক্ষণ। এই মাধ্যমে কর্মসংস্থানের দিশা খুঁজে পাবে পাহাড়ের ছেলে-মেয়েরা। খুব শীঘ্রই এই প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন সেনা কর্মী শাকির খান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তিনি বলেন , এই ধরনের প্রশিক্ষণের ফলে পাহাড়ের ছেলে-মেয়েরা খুবই উপকৃত হবে। আগামী দিনে তারা খুব সহজেই এই সমস্ত চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। পুরুলিয়া জেলা পুলিশের অভিনব উদ্যোগ। শুরু হতে চলেছে আবাসিক ক্যাম্প। এই ক্যাম্পের ফলে পিছিয়ে পড়া ছেলে-মেয়েরা কর্মসংস্থানের দিশা খুঁজে পাবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Purulia News: অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত এলাকার ছেলে-মেয়েদের জন্য সরকারি চাকরির সুযোগ , জানুন বিস্তারিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল