TRENDING:

চাকরি বিক্রি SSC-তে! কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগ নিয়ে সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য, আদালতের তলব!

Last Updated:

CBI Chargesheet: SSC-তে চাকরি বিক্রির অভিযোগ! প্রাথমিক নিয়োগ মামলার চার্জশিটে কেন উঠে এল কর্মশিক্ষা-শারীরশিক্ষা নিয়োগের কথা? আদালতের প্রশ্নে চাপে সিবিআই ও এসএসসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসএসসি (SSC)-র উচ্চপ্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগ নিয়ে এবার উঠল চাকরি বিক্রির গুরুতর অভিযোগ। সিবিআই-এর প্রাথমিক চার্জশিটে উঠে এসেছে—এই দুই বিষয়ে নিয়োগে বিপুল টাকার বিনিময়ে চাকরি বিক্রির তথ্য। এবং সেই তথ্য উঠে এসেছে একাধিক নথি ঘেঁটে। যদিও এই নিয়োগে সরাসরি কোনও তদন্ত এখনও সিবিআইয়ের তরফে ঘোষণা করা হয়নি, তা সত্ত্বেও চার্জশিটে বিষয়টি উল্লেখ হওয়ায় নড়েচড়ে বসেছে আদালত।
SSC-তে চাকরি বিক্রির নয়া অভিযোগ! কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগে দুর্নীতির তথ্য সিবিআই চার্জশিটে, বিচারপতির কড়া নির্দেশ! 
SSC-তে চাকরি বিক্রির নয়া অভিযোগ! কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগে দুর্নীতির তথ্য সিবিআই চার্জশিটে, বিচারপতির কড়া নির্দেশ! 
advertisement

বিচারপতি বিশ্বজিৎ বসুর কড়া বার্তা: ১ জুলাইয়ের মধ্যে সিবিআই ও এসএসসি-কে জানাতে হবে অবস্থান

এই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন—

“উচ্চপ্রাথমিক নিয়োগ নিয়ে সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ না থাকলেও, প্রাথমিক দুর্নীতি মামলার তদন্তে সিবিআই এমন কিছু তথ্য ও নথি পেয়েছে, যার ভিত্তিতে চার্জশিটে বলা হয়েছে—টাকার বিনিময়ে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় চাকরি দেওয়া হয়েছে।”

advertisement

ভাল করে ইংরেজি বলতে পারেন না? এই টিপসগুলো মানলেই ঘরে বসে তুখোড় ‘ইংলিশ’ বলবেন এবং লিখবেন!

সাপের চেয়ে বেজির বিষ কী বেশি? ছোবল খেয়েও সাপকে কী ভাবে বার বার হারিয়ে দেয়? ‘সাপে নেউলে’ শত্রুতার পিছনে কোন বিজ্ঞান?

এই পরিস্থিতিতে আদালত নির্দেশ দিয়েছে—

  • সিবিআইকে ১ জুলাইয়ের মধ্যে তাদের এই অবস্থান বিস্তারিত জানাতে হবে।
  • advertisement

  • এসএসসি-কে ওই দুই বিষয়ের নিয়োগের পূর্ণ মেধাতালিকা আদালতে পেশ করতে হবে।

উচ্চপ্রাথমিক কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শূন্যপদের হিসেব ঘিরেও উঠছে প্রশ্ন

  • ঘোষিত শূন্যপদ (কর্মশিক্ষা): ১,২৩৭
  • ঘোষিত শূন্যপদ (শারীরশিক্ষা): ১,০১৯
  • অতিরিক্ত শূন্যপদ (কর্মশিক্ষা): ৭৫০
  • অতিরিক্ত শূন্যপদ (শারীরশিক্ষা): ৮৫০

অর্থাৎ, প্রথমে যা শূন্যপদ বলে জানানো হয়েছিল, পরে তা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এই অতিরিক্ত শূন্যপদের তথ্য নিয়েও আদালতের কৌতূহল, কারণ প্রশ্ন উঠেছে—কাদের নিয়োগ করা হয়েছে ওই শূন্যপদের ভিত্তিতে?

advertisement

মীনাক্ষী ঘোষ-সহ একাধিক প্রার্থীর মামলা, দাবি—সিবিআই তদন্ত ও ওএমআর স্ক্রিপ্ট প্রকাশ

এই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্ত ও ওএমআর (OMR) উত্তরপত্র প্রকাশের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মীনাক্ষী ঘোষ-সহ একাধিক পরীক্ষার্থী। তাঁদের যুক্তি, যোগ্য অথচ বাদ পড়া বহু প্রার্থী আজও কর্মহীন, আর অন্যদিকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অনেকে।

advertisement

পরবর্তী শুনানি: ১ জুলাই

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই মামলার পরবর্তী শুনানি হবে ১ জুলাই। তার আগে সিবিআই ও এসএসসি-কে তাদের অবস্থান আদালতে পেশ করতে হবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
চাকরি বিক্রি SSC-তে! কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগ নিয়ে সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য, আদালতের তলব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল