TRENDING:

Malda News|| গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু স্নাতকোত্তরে ভর্তি, ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন

Last Updated:

University of Gour Banga admission open: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তির আবেদন শুরু হল । ১ সেপ্টেম্বর থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অন লাইন পোর্টালে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তির আবেদন শুরু হল। ১ সেপ্টেম্বর থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট অনলাইন পোর্টালে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদন গ্রহণ। অগাষ্ট মাসে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফলাফল প্রকাশিত হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্মূর্ণ করা হবে।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ।
advertisement

কী কী বিষয় রয়েছে, আসন সংখ্যাঃ 

বিষয় আসন সংখ্যা
আরবি ১০০
বাংলা ১০০
বোটানি ৪০
কেমিস্ট্রি ৪০
কমার্স ৫০
কম্পিউটার সায়েন্স ৪০
ইকনমিক্স ৫০
এডুকেশন ১০০
ইংরেজি ১০০
ফুড অ্যান্ড নিউট্রেশন ২১
ইতিহাস ১০০
আইন ২১
মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ২১
অঙ্ক ৪০
লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ২১
দর্শন ১০০
ফিজিক্স ৪০
ফিজিওলজি ২১
রাষ্ট্র বিজ্ঞান ১০০
সংস্কৃত ১০০
সোসিওলজি ১০০
 জ্যুলজি ৪০

advertisement

তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য পড়ুয়াদের আসন সংরক্ষণ রয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে।

আরও পড়ুনঃ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মেগা রিক্রুটমেন্ট! জেনে নিন যোগ্যতা ও অন্যান্য বিষয়

আবেদন করা যাবেঃ www.ugbadmission.in

যোগাযোগের ই-মেল আইডিঃ ugb.admissionenquiry@gmail.com

মোবাইলঃ 7439739189/7439733953( সকাল ৮টা থেকে রাত 10টা পর্যন্ত)

advertisement

ভর্তি ফিঃ

ল্যাব বেস বিষয়ঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের -২৮০০০ টাকা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের- ৩০০০ টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

নন ল্যাব বেস বিষয়ঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের- ১৮০০০ টাকা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের- ২০০০ টাকা।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Malda News|| গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু স্নাতকোত্তরে ভর্তি, ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল