কী কী বিষয় রয়েছে, আসন সংখ্যাঃ
বিষয় | আসন সংখ্যা |
আরবি | ১০০ |
বাংলা | ১০০ |
বোটানি | ৪০ |
কেমিস্ট্রি | ৪০ |
কমার্স | ৫০ |
কম্পিউটার সায়েন্স | ৪০ |
ইকনমিক্স | ৫০ |
এডুকেশন | ১০০ |
ইংরেজি | ১০০ |
ফুড অ্যান্ড নিউট্রেশন | ২১ |
ইতিহাস | ১০০ |
আইন | ২১ |
মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম | ২১ |
অঙ্ক | ৪০ |
লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স | ২১ |
দর্শন | ১০০ |
ফিজিক্স | ৪০ |
ফিজিওলজি | ২১ |
রাষ্ট্র বিজ্ঞান | ১০০ |
সংস্কৃত | ১০০ |
সোসিওলজি | ১০০ |
জ্যুলজি | ৪০ |
advertisement
তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য পড়ুয়াদের আসন সংরক্ষণ রয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে।
আরও পড়ুনঃ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মেগা রিক্রুটমেন্ট! জেনে নিন যোগ্যতা ও অন্যান্য বিষয়
আবেদন করা যাবেঃ www.ugbadmission.in
যোগাযোগের ই-মেল আইডিঃ ugb.admissionenquiry@gmail.com
মোবাইলঃ 7439739189/7439733953( সকাল ৮টা থেকে রাত 10টা পর্যন্ত)
advertisement
ভর্তি ফিঃ
ল্যাব বেস বিষয়ঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের -২৮০০০ টাকা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের- ৩০০০ টাকা।
নন ল্যাব বেস বিষয়ঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের- ১৮০০০ টাকা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের- ২০০০ টাকা।
Location :
First Published :
September 01, 2022 8:18 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Malda News|| গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু স্নাতকোত্তরে ভর্তি, ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন