TRENDING:

Good Touch-Bad Touch: ‘ভাল স্পর্শ- খারাপ স্পর্শ...’ সিলেবাসে আরও বড় আকারে নিয়ে আসল রাজ্য

Last Updated:

সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, ‘‘শিশুদের কাছে গোটা বিষয়টিকে আরও সহজ করার জন্যই ছবি-সহ বিস্তারিত আকারে আমরা তুলে ধরেছি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যের সিলেবাসে আরও বড়ভাবে নিয়ে আসা হল ‘গুড টাচ - ব্যাড টাচ’। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার বইতে তা নিয়ে আসা হল। যদিও চার বছর আগেই স্কুল শিক্ষার পাঠক্রমে তা নিয়ে আসা হয়েছিল। কিন্তু এবার তা আরও বড় ভাবে নিয়ে আসা হল সিলেবাসে। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইতে শিশুদের ছবি এঁকে বুঝিয়ে দেওয়া হল গুড টাচ ও ব্যাড টাচ কি? পুরুষ ও মহিলা উভয় ছবি এঁকেই বুঝিয়ে দেওয়া হয়েছে কাকে বলে গুড টাচ এবং ব্যাড টাচই বা কী। প্রসঙ্গত, শিশু সুরক্ষা কমিশনে প্রস্তাব অনেকদিন আগেই ছিল সিলেবাস কমিটির কাছে। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের প্রস্তাব মেনে সিলেবাসে তা অন্তর্ভুক্ত করলেও ছবি এঁকে এত বিস্তারিত ভাবে গুড টাচ- বাড টাচ-কে বোঝানো হয়নি।
‘ভাল স্পর্শ- খারাপ স্পর্শ...’ সিলেবাসে আরও বড় আকারে নিয়ে আসল রাজ্য (Representative Image)
‘ভাল স্পর্শ- খারাপ স্পর্শ...’ সিলেবাসে আরও বড় আকারে নিয়ে আসল রাজ্য (Representative Image)
advertisement

এ প্রসঙ্গে বলতে গিয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, ‘‘রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এ বিষয়ে সুপারিশ ছিল। সেজন্যই কয়েক বছর আগে আমরা পাঠ্যপুস্তকে নিয়ে এসেছিলাম।এবছর শিশুদের কাছে আরও সহজতর ভাবে শিশুদের কাছে তুলে ধরা হয়েছে যাতে কোনও খামতি না থাকে।’’ ইতিমধ্যেই ছাত্রছাত্রীদের নতুন শিক্ষাবর্ষের শুরুতে বই দেওয়ার কাজ শেষ। গোটা বিষয়টি শিক্ষকরা কীভাবে পড়াবেন তা নিয়ে এর আগেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে শিক্ষা ও শিক্ষিকাদের। কিন্তু স্কুলেও যাতে গোটা বিষয়টিকে বুঝিয়ে পড়ানো হয়, ছাত্র-ছাত্রীদের সে বিষয়েও জোরে দিতে চাইছে সিলেবাস কমিটি।

advertisement

আরও পড়ুন- ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার ফলাফল নিয়ে শুভেন্দুর বিস্ফোরক দাবিতে শোরগোল

অন্যদিকে এই প্রথম সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে শিশুদের যৌন প্রতিরোধ আটকাতে সচেতনতার পাঠ। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শরীর শিক্ষা বইতে এই অংশ নথিভুক্ত করা হল। এর আগে সাধারণত ছড়া হিসাবেই তা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার এই প্রথম বিভিন্ন আইনের সংস্থানকে উল্লেখ করে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হল। মূলত ‘‘যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইন ২০১২’’ একাধিক অংশকে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। সপ্তম শ্রেণীর এই বইতে ছবি-সহ বিভিন্ন আইনকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি যৌন হেনস্থার শিকার হলে কী ধরনের শাস্তি, কোন কোন বিষয়কে যৌন হেনস্থা হিসেবে উল্লেখ করা হয়, যৌন হেনস্তা প্রতিরোধে কী কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, অভিভাবকদের এক্ষেত্রে কীভাবে সচেতন হতে হবে, অভিভাবকদের জন্য শিশুদের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন গোটা বিষয়টি সিলেবাসে উল্লেখ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন- গঙ্গাসাগর মেলায় অসুস্থদের সাহায্য করতে প্রস্তুত হেলিকপ্টার

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

মোট চার পাতা জুড়ে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন ‘‘শিশুদের জন্য যেটা প্রয়োজন মনে করা হয়েছে সেটাই সিলেবাসে নিয়ে আসা হয়েছে। শিশুদের প্রয়োজনীয়তার কথা ভেবেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’’ যদিও অন্যান্য রাজ্যে ইতিমধ্যেই এই বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে সিলেবাসে। সাম্প্রতিক সময় রাজ্যের কয়েকটি স্কুলের যৌন হেনস্থার ঘটনাও ঘটেছে। একাংশের ধারণা, এই বিষয়গুলি নিয়ে শিশুরা পড়তে শুরু করলে তাদের মধ্যে সচেতনতার পাঠ আরও বাড়বে।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Good Touch-Bad Touch: ‘ভাল স্পর্শ- খারাপ স্পর্শ...’ সিলেবাসে আরও বড় আকারে নিয়ে আসল রাজ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল