TRENDING:

সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন

Last Updated:

পিছিয়ে গেল GATE ২০২৩-এর অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ৷ ৩ জানুয়ারী এই অ্যাডমিড কার্ড প্রকাশের কথা ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : পিছিয়ে গেল GATE ২০২৩-এর অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ৷ ৩ জানুয়ারী এই অ্যাডমিড কার্ড প্রকাশের কথা ছিল৷ তবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর অর্থাৎ IIT কানপুরের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানান হল আজ নয় অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ৯ জানুয়ারি৷ ফেব্রুয়ারির ৪,৫,১১ এবং ১২ তারিখে হবে এবছরের GATE পরীক্ষা৷
সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন
সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন
advertisement

৯ জানুয়ারি তারিখে প্রকাশের পর থেকেই গেটের অফিসিয়াল ওয়েবসাইট gate.iitk.ac.in.-এ পাওয়া যাবে অ্যাডমিট কার্ড৷ প্রার্থীরা লগইন পোর্টালে তাদের এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র অ্যাক্সেস করতে পারবেন।

আরও পড়ুন: D EL ED Course Admission: D.El.Ed কোর্সে ভর্তিতেও দুর্নীতি? স্থগিতাদেশ হাইকোর্টের! আর কোনও আবেদন নিতে পারবে না পর্ষদ

advertisement

হাতে সময় খুব কম, তাই পড়ুয়াদের প্রস্তুতি তুঙ্গে৷ এবছর পরীক্ষা হবে কম্পিউটার বেস মোডে, সময়সীমা ৩ ঘন্টা৷ সবমিলিয়ে মোট ২৯ টি বিষয়ের ওপর হতে চলেছে GATE পরীক্ষা৷ আর পরীক্ষার ফলাফল জানা যাবে ১৬ মার্চ৷ ফেব্রুয়ারির ২১ তারিখে উত্তরগুলি পোর্টালে গিয়ে জানা যাবে৷ ছাত্রছাত্রীরা উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন৷ ফেব্রুয়ারি ২২ থেকে ২৫-এই চারদিনের মধ্যে উত্তরকে চ্যালেঞ্জ করা যাবে৷

advertisement

আরও পড়ুন: CBSE ও ICSE পরীক্ষার প্রস্তুতির জন্য 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'-এ ভরসা করেছেন ১ লক্ষ পড়ুয়া, কেন জানুন

১০০ নম্বরের পরীক্ষায় ১৫ নম্বর থাকবে জেনারেল অ্যাপটিটিউড এবং ৮৫ নম্বর থাকবে নির্দিষ্ট বিষয় থেকে৷ ১ এবং ২ নম্বরের প্রশ্ন থাকবে৷ তবে নেগেটিভ মার্কিং-ও থাকবে GATE পরীক্ষাতে৷ ভুল করলে যত নম্বনরের প্রশ্ন তার ১/৩ নম্বর কাটা যাবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হারিয়ে যাওয়া উপকরণে সেজেছে মণ্ডপ, দেবীর সঙ্গে হাজির 'ডাকিনী-যোগিনী'
আরও দেখুন

GATE ২০২৩ পরীক্ষাটির সংগঠন করেছে IIT কানপুর,তবে এই পরীক্ষার পরিচালনার দায়িত্বে থাকবে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সহ আরও ছয়টি IIT৷ IIT বম্বে, দিল্লি, গুয়াহাটি, খড়্গপুর, মাড্রাস এবং রুরকি এই ছয়টি আইআইটি পরিচালনা করবে গেট পরীক্ষা৷ পরীক্ষাটি ন্যাশনাল কো-অর্ডিনেশন বোর্ড -GATE, উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকারের পক্ষ থেকে পরিচালিত হয়

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল