TRENDING:

সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন

Last Updated:

পিছিয়ে গেল GATE ২০২৩-এর অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ৷ ৩ জানুয়ারী এই অ্যাডমিড কার্ড প্রকাশের কথা ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : পিছিয়ে গেল GATE ২০২৩-এর অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ৷ ৩ জানুয়ারী এই অ্যাডমিড কার্ড প্রকাশের কথা ছিল৷ তবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর অর্থাৎ IIT কানপুরের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানান হল আজ নয় অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ৯ জানুয়ারি৷ ফেব্রুয়ারির ৪,৫,১১ এবং ১২ তারিখে হবে এবছরের GATE পরীক্ষা৷
সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন
সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন
advertisement

৯ জানুয়ারি তারিখে প্রকাশের পর থেকেই গেটের অফিসিয়াল ওয়েবসাইট gate.iitk.ac.in.-এ পাওয়া যাবে অ্যাডমিট কার্ড৷ প্রার্থীরা লগইন পোর্টালে তাদের এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র অ্যাক্সেস করতে পারবেন।

আরও পড়ুন: D EL ED Course Admission: D.El.Ed কোর্সে ভর্তিতেও দুর্নীতি? স্থগিতাদেশ হাইকোর্টের! আর কোনও আবেদন নিতে পারবে না পর্ষদ

advertisement

হাতে সময় খুব কম, তাই পড়ুয়াদের প্রস্তুতি তুঙ্গে৷ এবছর পরীক্ষা হবে কম্পিউটার বেস মোডে, সময়সীমা ৩ ঘন্টা৷ সবমিলিয়ে মোট ২৯ টি বিষয়ের ওপর হতে চলেছে GATE পরীক্ষা৷ আর পরীক্ষার ফলাফল জানা যাবে ১৬ মার্চ৷ ফেব্রুয়ারির ২১ তারিখে উত্তরগুলি পোর্টালে গিয়ে জানা যাবে৷ ছাত্রছাত্রীরা উত্তরকে চ্যালেঞ্জ করতে পারবেন৷ ফেব্রুয়ারি ২২ থেকে ২৫-এই চারদিনের মধ্যে উত্তরকে চ্যালেঞ্জ করা যাবে৷

advertisement

আরও পড়ুন: CBSE ও ICSE পরীক্ষার প্রস্তুতির জন্য 'টপার লার্নিংস এক্সাম অ্যাপ'-এ ভরসা করেছেন ১ লক্ষ পড়ুয়া, কেন জানুন

১০০ নম্বরের পরীক্ষায় ১৫ নম্বর থাকবে জেনারেল অ্যাপটিটিউড এবং ৮৫ নম্বর থাকবে নির্দিষ্ট বিষয় থেকে৷ ১ এবং ২ নম্বরের প্রশ্ন থাকবে৷ তবে নেগেটিভ মার্কিং-ও থাকবে GATE পরীক্ষাতে৷ ভুল করলে যত নম্বনরের প্রশ্ন তার ১/৩ নম্বর কাটা যাবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

GATE ২০২৩ পরীক্ষাটির সংগঠন করেছে IIT কানপুর,তবে এই পরীক্ষার পরিচালনার দায়িত্বে থাকবে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স সহ আরও ছয়টি IIT৷ IIT বম্বে, দিল্লি, গুয়াহাটি, খড়্গপুর, মাড্রাস এবং রুরকি এই ছয়টি আইআইটি পরিচালনা করবে গেট পরীক্ষা৷ পরীক্ষাটি ন্যাশনাল কো-অর্ডিনেশন বোর্ড -GATE, উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকারের পক্ষ থেকে পরিচালিত হয়

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
সামনেই GATE-পরীক্ষা, তার আগেই পিছিয়ে গেল অ্যাডমিট কার্ডের প্রকাশের তারিখ, কবে পাওয়া যাবে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল