TRENDING:

JEE Mains 2023: পরীক্ষা শুরু, প্রথম ৩০‍ শতাংশ মহিলা পরীক্ষার্থী, কমেছে সাধারণ-বিভাগে রেজিস্ট্রেশন

Last Updated:

প্রথমবার, মহিলা পরীক্ষার্থী প্রায় ৩০ শতাংশেরও বেশি। গত বছরের তুলনায় সংখ্যাটা সামান্য বৃদ্ধি পেয়েছে, যা ২.৫ লাখ ছিল তা ২.৬ লাখে দাঁড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) মঙ্গলবার থেকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (জেইই) মেইন ২০২৩ শুরু করছে। অফিসিয়াল সময়সূচি অনুসারে, জেইই মেইন ২০২৩ সেশন ১ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং এই বছরের ১ ফেব্রুয়ারি।
JEE Mains 2023: পরীক্ষা শুরু, প্রথম ৩০‍ শতাংশ মহিলা পরীক্ষার্থী, কমেছে সাধারণ-বিভাগে রেজিস্ট্রেশন
JEE Mains 2023: পরীক্ষা শুরু, প্রথম ৩০‍ শতাংশ মহিলা পরীক্ষার্থী, কমেছে সাধারণ-বিভাগে রেজিস্ট্রেশন
advertisement

জেইই মেইন সেশন ১ সারা দেশে এবং ভারতের বাইরে ১৮টি শহরে অবস্থিত ২৯০টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। সম্প্রতি একটি জাতীয় সংবাদমাধ‍্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই বছর, মোট ৮.৬ লক্ষ প্রার্থী জেইই মেইন ২০২৩ জানুয়ারি সেশনের জন্য নিজেদের রেজিস্ট্রার করেছেন। ২০২২ সালের জুলাই সেশনের থেকে ৬০০০ এরও বেশি রেজিস্ট্রেশন কম হয়েছে এবছর।

advertisement

প্রতিবেদন অনুসারে, পুরুষ পরীক্ষার্থী আধিপত্য বজায় রয়েছে এবছরও। রেজিস্ট্রার প্রার্থীদের মধ্যে ৬ লাখেরও বেশি বা প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। প্রথমবার, মহিলা পরীক্ষার্থী প্রায় ৩০ শতাংশেরও বেশি। গত বছরের তুলনায় সংখ্যাটা সামান্য বৃদ্ধি পেয়েছে, যা ২.৫ লাখ ছিল তা ২.৬ লাখে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: রিডিং পড়তে হোঁচট খাচ্ছে, গুণ-ভাগ করতে লাগছে প্রচুর সময়! ভয়াবহ পরিস্থিতি দেশের পড়ুয়াদের

advertisement

সাধারণ পরীক্ষার্থীদের শতাংশ গত বছরের তুলনায় কিছুটা কমেছে। তা এবার ৪১.৮ শতাংশ থেকে ৩৮.৩ শতাংশে নেমে এসেছে। তবে, ওবিসি বিভাগের প্রার্থী শতাংশ ৩৫.৭ থেকে বেড়ে হয়েছে ৩৭.১ শতাংশ। এমনকি সাধারণ-অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের (GEN-EWS) রেজিস্ট্রেশনের শতাংশও বেশ বেড়েছে। ৯ শতাংশ থেকে ১১.৬ শতাংশ হয়েছে।

সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন মহারাষ্ট্রতে হয়েছে। ১,০৩,০৩৯ বা প্রায় ১২ শতাংশ প্রার্থীর সংখ‍্যা সেখানে। এরপরে উত্তর প্রদেশ ৯৯,৭১৪ (১১.৬ শতাংশ) এবং অন্ধ্র প্রদেশ ৯১,৭৯৯ (১০.৬ শতাংশ)। অন‍্যদিকে, তেলেঙ্গানা এবং রাজস্থানে এবছর উল্ল‍্যেখযোগ‍্য ভাবে ৫০,০০০-এর বেশি রেজিস্ট্রেশন হয়েছে।

advertisement

আরও পড়ুন:  প্রেসিডেন্সিতে সরস্বতী পুজো করা নিয়ে মতানৈক্য তৃণমূল ছাত্র পরিষদের অন্দরেই

জেইই মেইন সেশন ১ পরীক্ষা ইংরেজি, হিন্দি, গুজরাটি, কন্নড়, অসমীয়া, বাংলা, মালয়ালম, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু সহ ১৩টি ভাষায় পরিচালিত হবে। কম্পিউটার ভিত্তিক মাল্টিপল চয়েস পরীক্ষা প্রতিদিন দুটি ভাগে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

জেইই মেইনের পেপার ১ হল BTech/BE কোর্সের জন্য, পেপার ২ হল ব্যাচেলর অফ আর্কিটেকচারের জন্য, এবং পেপার ৩ হল ব্যাচেলর অফ প্ল্যানিং প্রোগ্রামের জন্য৷ এই বছরের ৬ থেকে ১২ এপ্রিল পর্যন্ত জেইই (মেন) এর দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Mains 2023: পরীক্ষা শুরু, প্রথম ৩০‍ শতাংশ মহিলা পরীক্ষার্থী, কমেছে সাধারণ-বিভাগে রেজিস্ট্রেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল