TRENDING:

North 24 Parganas News: ৬৫ বছরে M.A তে ফার্স্ট ক্লাস! খড়দহের বন্দনা সরকার যা করলেন...ভাবতেও পারবেন না!

Last Updated:

৬৫ বছরে এমএ তে ফার্স্ট ক্লাস! খড়দহের বন্দনা সরকার গড়লেন নজির!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উওর ২৪ পরগনা: “শিক্ষার হয় না কোন বয়স” ইচ্ছে থাকলে ৬৫ বছরেও এমএ-তে ফার্স্ট ক্লাস পাওয়া যায়, প্রমাণ করলেন খড়দহের বন্দনা সরকার। বয়সের কারণে চোখে ঠিকমতো দেখতে পান না। একটানা বসে থাকতেও বেশ কষ্ট হয়। রয়েছে শারীরিক নানা সমস্যাও। তবে শত বাধার মাঝেও, বছর ৬৫ এর এই ছাত্রীর মনের জেদ দেখলে অবাক হতে হয়। খড়দহ আদর্শপল্লীর প্রবীণ এই কলেজ ছাত্রী বন্ধনা সরকারের ১৯৭৮ এ বিয়ে হয় একসময়কার স্বনামধন্য সুরকার প্রবীর সরকারের সঙ্গে।
advertisement

তার আরও একটি পরিচয় রয়েছে। বন্দনা দেবী রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত নাট্যকার প্রবীর গুহর বোন। ছোট বয়সে বিয়ের কারণে মাধ্যমিক দিয়ে উঠতে পারেননি। তারপর সংসারে সামলানোর কারণে আর হয়ে ওঠেনি পড়াশোনা। তাই নানা সময় ভুগতেন হীনমন্যতায়। সেখান থেকেই পড়াশুনা করার ইচ্ছে তৈরি হওয়া।

ট্রেনে যাচ্ছিলেন বৃদ্ধ, TT টিকিট চাইলে বললেন, ‘আমার বয়সটাই তো…’, কিন্তু হাতে যা দেখালেন, স্তম্ভিত গোটা কোচ!

advertisement

‘স্বামীর সঙ্গে এক ঘরে রাত কাটাই না…’ একসময় ‘বোল্ড’ স্টাইলে বলিউড কাঁপিয়েছিলেন কলকাতার মেয়ে, সেই ‘ডার্ক হিরোইন’ আজ কোথায় জানেন?

তবে এই বয়সে কীসম্ভব হবে এত ঝক্কি, ভাবায় বৃদ্ধা বন্দনা দেবীকে। মেয়েদের স্কুল কলেজে পড়াশোনা দেখে, মায়ের ইচ্ছে যেন বাঁধ ভাঙ্গে। পরিবার ও স্থানীয় এক শিক্ষিকার সাহায্যে শুরু করেন পড়াশোনা। ধীরে ধীরে মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক উত্তীর্ণ হয়ে, এবার যেন এমএ তে ফাস্ট ক্লাস পেয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বছর ৬৫ প্রবীণ এই ছাত্রী বন্দনা সরকার। সদ্য প্রকাশিত হয়েছে স্নাতকোত্তর স্তরের এই ফলাফল।

advertisement

যা দেখে স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে ভাসছেন বন্দনা সরকার সহ গোটা পরিবার। এলাকার প্রবীণ এই ছাত্রীর কৃতিত্বে খুশি প্রতিবেশীরাও। বন্দনাদেবী জানান, শিক্ষিকা শুক্লাদির অক্লান্ত পরিশ্রম, স্বামী, মেয়ে, দাদা সহ পরিবারের সকলের উৎসাহে আমিও আজ মাস্টার্স পাশ করেছি। আমি আজ খুব খুশি। নিজের এই সাফল্যের কথা গর্বের সঙ্গেই সকলকে বলতে পারব। স্ত্রীর এমন সাফল্যে চোখে জল দেখা গেল স্বামীরও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/শিক্ষা/
North 24 Parganas News: ৬৫ বছরে M.A তে ফার্স্ট ক্লাস! খড়দহের বন্দনা সরকার যা করলেন...ভাবতেও পারবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল