তার আরও একটি পরিচয় রয়েছে। বন্দনা দেবী রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত নাট্যকার প্রবীর গুহর বোন। ছোট বয়সে বিয়ের কারণে মাধ্যমিক দিয়ে উঠতে পারেননি। তারপর সংসারে সামলানোর কারণে আর হয়ে ওঠেনি পড়াশোনা। তাই নানা সময় ভুগতেন হীনমন্যতায়। সেখান থেকেই পড়াশুনা করার ইচ্ছে তৈরি হওয়া।
advertisement
তবে এই বয়সে কীসম্ভব হবে এত ঝক্কি, ভাবায় বৃদ্ধা বন্দনা দেবীকে। মেয়েদের স্কুল কলেজে পড়াশোনা দেখে, মায়ের ইচ্ছে যেন বাঁধ ভাঙ্গে। পরিবার ও স্থানীয় এক শিক্ষিকার সাহায্যে শুরু করেন পড়াশোনা। ধীরে ধীরে মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক উত্তীর্ণ হয়ে, এবার যেন এমএ তে ফাস্ট ক্লাস পেয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন বছর ৬৫ প্রবীণ এই ছাত্রী বন্দনা সরকার। সদ্য প্রকাশিত হয়েছে স্নাতকোত্তর স্তরের এই ফলাফল।
যা দেখে স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে ভাসছেন বন্দনা সরকার সহ গোটা পরিবার। এলাকার প্রবীণ এই ছাত্রীর কৃতিত্বে খুশি প্রতিবেশীরাও। বন্দনাদেবী জানান, শিক্ষিকা শুক্লাদির অক্লান্ত পরিশ্রম, স্বামী, মেয়ে, দাদা সহ পরিবারের সকলের উৎসাহে আমিও আজ মাস্টার্স পাশ করেছি। আমি আজ খুব খুশি। নিজের এই সাফল্যের কথা গর্বের সঙ্গেই সকলকে বলতে পারব। স্ত্রীর এমন সাফল্যে চোখে জল দেখা গেল স্বামীরও।
Rudra Narayan Roy