TRENDING:

West Bengal School Education: ‘স্কুলে-স্কুলে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে’, আশঙ্কা প্রকাশ করে রাজ্যজুড়ে প্রধান শিক্ষকদের চিঠি পর্ষদের

Last Updated:

West Bengal School Education: মূলত বিভিন্ন সময় প্রার্থনা সভায় অংশগ্রহণ থেকে শুরু করে যে সমস্ত দায়িত্ব পালনের কথা পর্ষদ বলেছে সেই দায়িত্ব পালন করছে না স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কর্মচারীরাও। এর জেরে স্কুলের পরিবেশ ও পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। এমনই আশঙ্কা প্রকাশ করে স্কুলে স্কুলে চিঠি দিয়েছে পর্ষদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্কুলে স্কুলে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আশঙ্কা প্রকাশ করে এবার চিঠি, মধ্যশিক্ষা পর্ষদের।যা নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে রাজ্য জুড়ে স্কুলে স্কুলে। শুধু তাই নয় রাজ্যজুড়ে স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকাদের কড়া চিঠি দিয়েছে পর্ষদ।  চিঠিতে পর্ষদ বলছে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা বিভিন্ন সময় যে নির্দেশিকা জারি করা হয়েছে অধিকাংশ স্কুল তা মানছে না।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

মূলত বিভিন্ন সময় প্রার্থনা সভায় অংশগ্রহণ থেকে শুরু করে যে সমস্ত দায়িত্ব পালনের কথা পর্ষদ বলেছে সেই দায়িত্ব পালন করছে না স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে কর্মচারীরাও। এর জেরে স্কুলের পরিবেশ ও পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। এমনই আশঙ্কা প্রকাশ করে স্কুলে স্কুলে চিঠি দিয়েছে পর্ষদ।

advertisement

মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া চিঠিতে তাই স্কুলে যাতে ইতিবাচক পরিবেশ বজায় থাকে তার জন্য স্কুলের সঙ্গে যুক্ত সবাইকে এই অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে যাতে পঠন-পাঠনের পরিবেশ বজায় রাখা ও পারস্পারিক সম্মান বজায় রাখেন সেই বিষয়েও অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে পর্ষদের তরফে।

আরও পড়ুন – অনন্ত-রাধিকার বিশেষ দিনে সকলের চোখ শাহরুখের দিকেই! ডোয়েন ব্র্যাভোর সঙ্গে বাদশার ছবি ভাইরাল

advertisement

আরও পড়ুন – অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে ধামাকাদার ‘পারফরম্যান্স’ রিহানার, উঠে দাঁড়িয়ে গলা মেলালেন শাহরুখ, দেখুন ভিডিও

চিঠিতে রাজ্যের শিক্ষায় কী অবদান রয়েছে সেই বিষয়ে সম্পর্কেও তুলে ধরা হয়েছে। চিঠিতে বলা হয়েছে “পশ্চিমবঙ্গ চিরকাল শিক্ষার জগতে আলো দেখিয়ে এসেছে এবং একটা উচ্চস্থান বজায় রেখেছে। তাই সেই দিন ফিরে আসুক।”

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর বারবার পর্ষদের তরফে স্কুল চলাকালীন মোবাইল ফোন ব্যবহার না করার কথা বললেও সেই অভিযোগ এসেই চলেছে পর্ষদে। স্কুল চলাকালীন বা ক্লাস চলাকালীন যাতে মোবাইল ফোন ব্যবহার না করা হয় তার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও মোবাইল ফোন নিয়ে স্কুলে আসছেন। এই প্রবণতাও আটকানোর জন্য পর্ষদের তরফে এই কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে বলেও পর্ষদ সূত্রে খবর। পাশাপাশি প্রতিনিয়ত যাতে অভিভাবক অভিভাবকদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের বৈঠক হয় সে বিষয়েও জানানো হয়েছে চিঠিতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal School Education: ‘স্কুলে-স্কুলে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে’, আশঙ্কা প্রকাশ করে রাজ্যজুড়ে প্রধান শিক্ষকদের চিঠি পর্ষদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল