অফলাইনের বদলে অনলাইনে পরীক্ষা করার দাবি নিয়ে কয়েকদিন পড়ুয়ারা আন্দোলন করেছিলেন। শুধু তাই নয়, অবস্থান-বিক্ষোভ চালিয়েছেন পড়ুয়ারা। প্রসঙ্গত পড়ুয়াদের দাবি মেনে অফলাইন পরীক্ষা নেওয়া হলেও বই খুলে পরীক্ষা নেওয়ার জন্য বিভাগগুলির কাছ থেকে মতামত চায় কর্তৃপক্ষ। যদিও ৭০ নম্বরের পরীক্ষা এবং সেই পরীক্ষা ৪ ঘন্টা ধরে নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। বিভাগগুলি তরফে চিরাচরিত নিয়মে অফলাইন পরীক্ষা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন বা জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বলেন "বিভাগগুলি বই খুলে পরীক্ষা নিতে চাইছে না। কারণ হঠাৎ করে এই পদ্ধতি চালু করলে আসলে ছাত্র-ছাত্রীদের এই ক্ষতি হবে।"
advertisement
আরও পড়ুন - ১৫ তলার বারান্দা থেকে কোন মদ্যপ ক্রিকেটার ঝুলিয়েছিল, নামটা বলুক চাহাল- রেগে আগুন সেহওয়াগ
সূত্রের খবর এই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের স্বীকৃতি পেল। কিউ এস ওয়ার্ল্ড রাঙ্কিং এ "আর্টস ও হিউম্যানিটিস" এ দেশের মধ্যে পঞ্চম স্থান দখল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্যের মধ্যে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম ১০ এর মধ্যে স্থান দখল করেছে।এর আগেও একাধিক স্বীকৃতির শিরোপা পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয় কেন্দ্রের রাঙ্কিং ও উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিনের এই রাঙ্কিং আগামীদিনের যাদবপুর বিশ্ববিদ্যালয় কে আর্থিক অনুদান পেতে অনেকটাই সহযোগিতা করবে বলেই মনে করছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহল।
SOMRAJ BANDOPADHYAY