এই ইঞ্জিনিয়ারিং কলেজে করতে পারবেন মাত্র ২০৮ টাকার বিনিময়ে আপনার পছন্দের \”স্ট্রিম\” নিয়ে BTech ইঞ্জিনিয়ারিং। তবে বিগত ২৭ বছর ধরে বাঁকুড়ার ছাত্র-ছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন বাস্তব করছে এই প্রতিষ্ঠান।
আমরা সবাই জানি ইঞ্জিনিয়ারিং পড়তে খরচ অনেক।তবে তেমনটা মোটেই নয়! বাঁকুড়ার এই প্রতিষ্ঠানে চার বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স করতে খরচ ২ লাখ ৫০ হাজার টাকা। এবার সরকার ঘোষিত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেলে মাত্র ১০ হাজার টাকা দিতে হবে চার বছরে। অর্থাৎ ২০১ টাকা প্রতি মাস।
advertisement
উন্নয়নীর চেয়ারপারসন শশাঙ্ক দত্ত জানান, “এত কম খরচে ভারতবর্ষের আর অন্য কোথাও ইঞ্জিনিয়ারিং পড়ান হয় না। আমরা সেটা করছি। কম খরচে হলেও আমরা বিশ্বমানের পরিকাঠামো এবং পড়াশোনা করাই ছাত্র-ছাত্রীদের।”
বর্তমানে এই প্রতিষ্ঠানে রয়েছেন ১২০০ ছাত্র ছাত্রী। শিক্ষক ও শিক্ষক কর্মী মিলিয়ে শতাধিক। বিটেক ইঞ্জিনিয়ারিং এর রয়েছে সাতটি স্ট্রিম, কম্পিউটার সাইন্স, আইটি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অ্যাপ্লাই ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন। রয়েছে দুটি এম টেক কোর্স। পরিকল্পনা করা হচ্ছে আইটিআই কোর্সের জন্যও।
ছাত্র-ছাত্রীদের থাকার জন্য রয়েছে সুলভ মূল্যে হোস্টেল। সবমিলিয়ে প্রান্তিক বাঁকুড়াতে ইঞ্জিনিয়ারিং এর আগুন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য এখনও জ্বালিয়ে রেখেছে উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং।