গত বারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল গত ১৭ জুলাই, ২০২১। সেই সময় করোনার দ্বিতীয় ঢেউ চলছিল দেশে। তার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে গিয়েই পরীক্ষায় বসেছিলেন পড়ুয়ারা। তবে রাজ্যের আবেদনে সাড়া দিয়ে রেলের তরফে একাধিক স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষার্থীদের সেই স্পেশ্যাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল। অ্যাডমিট কার্ড দেখিয়ে টিকিট কাটতে হয়েছিল টিকিট কাউন্টার থেকে।
advertisement
কোভিড পরিস্থিতির কারণে ১১ জুলাইয়ের পরিবর্তে পরীক্ষা হয়েছিল ১৭ জুলাই। করোনা আবহে সেটাই ছিল প্রথম অফলাইনে রাজ্য সরকারের কোনও পরীক্ষা। কঠোরভাবে কোভিডবিধি মেনে নির্দিষ্ট কেন্দ্রে পারস্পরিক দূরত্বে ছাত্র-ছাত্রীদের বসিয়ে খাতায় কলমে পরীক্ষা নেওয়া হয়। গত বছরে ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থীর রাজ্যের জয়েন্টে বসেছিল। এর মধ্যে ৪০ শতাংশ ভিন রাজ্যের। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ২৭৪টি কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করেছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
আরও পড়ুন: NIELIT-তে বিজ্ঞানী পদে কাজের অফার! এই সুযোগ মিস করবেন না...
আরও পড়ুন: স্টিল প্লান্টে প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
এ রাজ্য এবং ভিন রাজ্যের পরীক্ষার্থীরা যাতে বাড়ির কাছের সেন্টারে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। বোর্ডের তরফে জানানো হয়, পরীক্ষার সময় কঠোরভাবে করোনাবিধি মানতে হবে। একটি ঘরে ২০ জনের বেশি পরীক্ষার্থী বসতে পারবে না। এই সংক্রান্ত নির্দেশিকা সেন্টার-ইন-চার্জদের পাঠিয়ে দিয়েছে বোর্ড। এ বছরেও অফলাইনে পরীক্ষা। ফলে করোনাবিধি নিয়ে বোর্ড নতুন কী নির্দেশিকা দেয়, সেটাই এখন দেখার।