TRENDING:

NIOS June 2021 exam result: প্রকাশিত হল NIOS-এ দ্বাদশ ও একাদশের ফল! রইল ওয়েবসাইট লিঙ্ক...

Last Updated:

ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং-এর এই ওয়েবসাইটে গিয়ে ছাত্র-ছাত্রীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং-এ ( National Institute of Open Schooling) ফলাফল প্রকাশিত হয়েছে। শুক্রবার ২৩ জুলাই, ২০২১ শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেকেন্ডারি কোর্স (secondary course) অর্থাৎ দশম শ্রেণি এবং সিনিয়র সেকেন্ডারি কোর্স ( senior secondary course) বা একাদশ শ্রেণির ফল প্রকাশ করা হয়েছে।
advertisement

২০২১ সেকেন্ডারি কোর্স এবং সিনিয়র সেকেন্ডারি কোর্সের রেজাল্ট  শিক্ষার্থীরা সরাসরি দেখতে পারবেন। সেক্ষেত্রে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারেন। ফলাফল দেখতে পাবেন অনলাইনে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল যে, এই বর্তমান সময়ে করোনা মহামারির কথা মাথায় রেখে গত ২৩.০৭.২০২১ তারিখে ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেয়। গতকাল সেই পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছেন তারা।

advertisement

গত শুক্রবার প্রতিষ্ঠানের তরফে ট্যুইটারে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, “সম্প্রতি ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং একাদশ ও দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ করেছে। শিক্ষার্থীরা https://results.nios.ac.in ওয়েবসাইট থেকে তাদের রেসাল্ট ডাউনলোড করতে পারবেন।”

ন্যাশনাল ইন্সটিটিউট অফ ওপেন স্কুলিং-এর এই ওয়েবসাইটে গিয়ে ছাত্র-ছাত্রীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন। পরীক্ষার্থীরা এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন।

advertisement

পরীক্ষার্থীরা কীভাবে অনলাইনে রেজাল্ট দেখবেন:

  • শিক্ষার্থীদের প্রথমে NIOS–এর অফিসিয়াল ওয়েবসাইট result.nios.ac.in–এ যেতে হবে।
  • ওয়েবসাইটের হোম পেজে গিয়ে রেজাল্ট দেখার জন্য NIOS কর্তৃক প্রদত্ত লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
  • তারপর প্রার্থীদের সামনে স্ক্রীনে একটি নতুন পেজ খুলবে।
  • তারপর শিক্ষার্থীদের নিজের এনরোলমেন্ট নম্বর দেবেন। এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট লগ ইন করতে হবে।
  • advertisement

  • লগ ইন করার পর শিক্ষার্থীদের সামনে তাদের ফলাফল চলে আসবে।
  • শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, তারা রেজাল্ট ডাউনলোড করে ভবিষ্যতে সুবিধার জন্য এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
  • সেরা ভিডিও

    আরও দেখুন
    লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
    আরও দেখুন

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NIOS June 2021 exam result: প্রকাশিত হল NIOS-এ দ্বাদশ ও একাদশের ফল! রইল ওয়েবসাইট লিঙ্ক...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল