TRENDING:

Netflix-এ আসক্ত, মাত্র ৪ ঘণ্টা পড়েই NEET 2021-এ প্রথম স্থান অধিকার! প্রস্তুতির এক অন্য গল্প শোনালেন মৃণাল কুট্টেরি

Last Updated:

NEET 2021: শুধু প্রস্তুতির সময়ই নয়, NEET পরীক্ষার জন্য কী ভাবে পড়বেন সেই নিয়েও মৃণালের চিন্তাভাবনা একটু ভিন্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অ্যাকাডেমিক স্তরে ভারতের অন্যতম কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম NEET ২০২১-এ এবারের প্রথম স্থানাধিকারী মৃণাল কুট্টেরি (Mrinal Kutteri)। মৃণাল কুট্টেরি ইতিমধ্যেই নানা কারণে লাইমলাইটে এসেছেন। বিশেষ করে যখন অন্যান্য বছরের র‍্যাঙ্ক হোল্ডাররা ১২-১৪ ঘন্টা পড়াশোনা করেছেন বলে দাবি করেন, সেখানে মৃণালের দাবি তিনি না কি রোজকার নির্দিষ্ট রুটিন ফলোই করতে পারেন না। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মৃণাল জানান, তিনি NEET প্রস্তুতির সময়ে Netflix এবং Amazon Prime-এর নিয়মিত দর্শক ছিলেন।
মাত্র ৪ ঘণ্টা পড়েই NEET 2021-এ প্রথম স্থান অধিকার মৃণালের
মাত্র ৪ ঘণ্টা পড়েই NEET 2021-এ প্রথম স্থান অধিকার মৃণালের
advertisement

মৃণালের কথায়, “আমি টপারদের ইন্টারভিউ পড়ে রীতিমতো ভয় পেয়েছিলাম কেন না তাঁরা দিনে কমপক্ষে ১২ ঘন্টা পড়াশোনা করার দাবি করতেন। কিন্তু মহামারীর সময়ে বাড়িতে থাকাকালীন আমার কাছে বাইরের জগতের সঙ্গে যোগসূত্র বলতে কেবল একটি ফোন, টিভি এবং ল্যাপটপ ছিল। শুরুতে মনে হত এই সব কিছু পড়াশোনার সময়ে আমার মনোযোগ বিভ্রান্ত করতে পারে। কিন্তু পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে গিয়েছিল। আমি ঠিক করলাম দিনে ৪ ঘন্টা পড়াশোনাই আমার জন্য যথেষ্ট।”

advertisement

শুধু প্রস্তুতির সময়ই নয়, NEET পরীক্ষার জন্য কী ভাবে পড়বেন সেই নিয়েও মৃণালের চিন্তাভাবনা একটু ভিন্ন। সাধারণত NEET পরীক্ষার ছাত্র-ছাত্রীরা প্রথমে জীবনবিজ্ঞান বিভাগ দিয়ে প্রস্তুতি শুরু করার কথা ভাবেন। কিন্তু মৃণাল এই বিভাগে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি একেবারে শেষ পর্যায়ে এই বিভাগের প্রস্তুতি নেন।

আরও পড়ুন- ISRO Recruitment 2021: জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন জানুন বিশদে

advertisement

এ হেন আত্মবিশ্বাসী মৃণাল তাঁর সমবয়সীদের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেন, “প্রস্তুতির নির্দিষ্ট কোনও সঠিক মাপকাঠি নেই। আমিও প্রথম প্রথম টপারদের ইন্টারভিউ পড়ার সময় তাঁদের সময়সূচী অনুসরণ করার চেষ্টা করতাম। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। বুঝতে পেরেছিলাম আমার ক্ষেত্রে প্রচলিত কোনও নিয়ম খাটবে না। অবশ্য এ ক্ষেত্রে আমি ভাগ্যবান যে বাবা-মা এবং আমার শিক্ষকরা কখনই আমাকে জোর দিয়ে কিছু করতে বাধ্য করেননি।"

advertisement

মৃণাল ২০২০ সালে একাদশ শ্রেণীতে পড়ার পর থেকে NEET-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই কোভিড মহামারী বাইরের জগৎ থেকে আমাদের সকলকে বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু সেই সময় ডাক্তারদের কর্মদক্ষতা ও সহিষ্ণুতা মৃণালকে ভীষণ ভাবে প্রভাবিত করে। ফলস্বরূপ ১৮ বছর বয়সী মৃণাল তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান নিউ দিল্লির AIIMS থেকে পরিবারের প্রথম ডাক্তার হতে চলেছেন।

advertisement

আরও পড়ুন- স্কুলে ফিরল পড়ুয়ারা, শুঁড় তুলে স্বাগত জানালো হাতি, দেখুন ভিডিও

পূর্বে AIIMS-এর প্রবেশিকা পরীক্ষার আলাদা নিয়ম থাকলেও এ বছর AIIMS-এ শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়েছিল NEET-এর ফলাফলের ভিত্তিতে। সেখানে মৃণাল মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট NEET ২০২১-এ পূর্ণ নম্বর পেয়েছেন। তিনি এবারের তিনজন প্রথম স্থানাধিকারীর মধ্যে অন্যতম। আশা করা যায় মৃণালের আত্মবিশ্বাস আগামীর প্রার্থীদের নিশ্চয়ই উদ্বুদ্ধ করবে!

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Netflix-এ আসক্ত, মাত্র ৪ ঘণ্টা পড়েই NEET 2021-এ প্রথম স্থান অধিকার! প্রস্তুতির এক অন্য গল্প শোনালেন মৃণাল কুট্টেরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল