Elephant welcomes students in Tamil Nadu schools: স্কুলে ফিরল পড়ুয়ারা, শুঁড় তুলে স্বাগত জানালো হাতি, দেখুন ভিডিও

Last Updated:

তামিলনাড়ুর (Tamil Nadu) শিবগঙ্গার একটি স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের স্বাগত জানাতে একেবারে রাজকীয় আয়োজন করেছিল৷

স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে হাতি৷
স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের স্বাগত জানাচ্ছে হাতি৷
#চেন্নাই: স্কুল পোশাকের সঙ্গে মুখ ঢাকা মাস্কে৷ সার বেঁধে স্কুলে ঢুকছে পড়ুয়ারা৷ করোনা অতিমারির ধাক্কা কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ফিরছে স্কুলের এই চেনা ছবি৷ তামিলনাড়ুতেও এ দিন থেকেই প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ফের স্কুলের দরজা খুলে গেল৷ আর সেখানেই দেখা গেল এক অভিনব দৃশ্য (Tamil Nadu School Reopening)৷
সংবাদসংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর (Tamil Nadu) শিবগঙ্গার একটি স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের স্বাগত জানাতে একেবারে রাজকীয় আয়োজন করেছিল৷ দীর্ঘ ১৯ মাস বাদে স্কুলে ফেরা পড়ুয়াদের স্বাগত জানাতে একটি হাতিকে নিয়ে আসা হয়৷ সোমবার পড়ুয়ারা যখন স্কুলে ঢুকছে, তখন রীতিমতো শুঁড় এবং ল্যাজ তুলে তাদের স্বাগত জানায় হাতিটি৷ দেখে মনে হচ্ছিল, পড়ুয়াদের স্কুলে ফিরতে দেখে হাতিটিও যেন বেজায় খুশি৷ স্থানীয় আরুলমিগু শনমুগানাথন মন্দির থেকে হাতিটিকে নিয়ে আসা হয়৷
advertisement
advertisement
শুধু হাতি নয়, পড়ুয়াদের স্বাগত জানাতে বাজনদারদেরও ডাকা হয়েছিল৷ সবমিলিয়ে দীর্ঘদিন পরে স্কুলে ফিরে এমন অভ্যর্থনা পেয়ে বেজায় খুশি খুদে পড়ুয়ারাও৷
তামিলনাড়ুর প্রায় এক কোটি ছাত্রছাত্রী সোমবার থেকে ফের স্কুলে ফিরল৷ সংক্রমণের শঙ্কা কমাতে একদিনে সব পড়ুয়াকে স্কুলে না এনে একদিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে ক্লাস করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাশাপাশি প্রতিদিন পড়ুয়াদের দু'টি দলে ভাগ করেও ক্লাস করানো হবে৷
advertisement
তামিলনাড়ুর প্রাথমিক স্কুল শিক্ষা দফতরের তরফে স্কুলগুলিকে প্রথম দু' সপ্তাহ গল্প বলে, আঁকার ক্লাস করিয়ে স্কুলের সঙ্গে ফের সড়গড় করে তোলার পরামর্শ দেওয়া হয়েছে৷ যাতে অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে পড়া পড়ুয়ারা স্কুলে পড়াশোনার স্বাভাবিক পুরনো নিয়মের সঙ্গে মানিয়ে নিতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Elephant welcomes students in Tamil Nadu schools: স্কুলে ফিরল পড়ুয়ারা, শুঁড় তুলে স্বাগত জানালো হাতি, দেখুন ভিডিও
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement