TRENDING:

Madhyamik Result 2024: বাবা ডিম বিক্রেতা! জোটেনি বই-খাতা! তবুও মাধ্যমিকে দারুণ নম্বর! আর পড়া হবে তো অঙ্কিতার!

Last Updated:

Madhyamik Result 2024: দারুণ রেজাল্ট অঙ্কিতার! ইচ্ছে থাকলে কোনও বাধাই বাধা নয়! তবে এর পর কী হবে? চিন্তায় গোটা পরিবার!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: মাধ্যমিক ২০২৪ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যার মধ্যে জেলা কোচবিহার থেকে গোটা রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে এক ছাত্র। তবে এর পাশাপশি মেধা তালিকায় স্থান না পেলেও ভাল ফল করেছে বহু ছাত্র-ছাত্রী। জেলা কোচবিহারের কলাবাগান উচ্চ বিদ্যালয়ের এক মেধাবী ছাত্রীর নাম অঙ্কিতা সাহা। এবারের মাধ্যমিকে সেও একজন সফল মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর মোট প্রাপ্ত নম্বর ৫৬১। শতাংশের নিরিখে তা প্রায় ৮০ শতাংশ।
advertisement

তবে তাঁর পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। তাঁর বাবা বাদল সাহা পেশাগত ভাবে একজন ছোট মাপের ডিমের ব্যবসায়ী। এবং তাঁর মা পূর্ণিমা সাহা একজন গৃহবধূ। একেবারেই টানাটানির সংসার তাঁদের। এক কথায় বলতে গেলে নুন আনতে, পান্তা ফুরোয়! তবে এর মাঝেও অঙ্কিতার সাফল্য যেন তাঁর বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছে। অঙ্কিতা সাহা জানায়, “তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেন তাঁর বাবা। তাই বাবার রোজগারে সংসার চলে তাঁদের।

advertisement

আরও পড়ুন: নামের সঙ্গেই জড়িয়ে থাকে ভাগ্য! এই সব নিয়ম মেনে নাম রাখুন সন্তানের!

সেজন্য খুব কষ্ট করেই তাঁকে পড়াশোনা করতে হয়েছে। দরকার মতো বই, খাতা, পেন, পেন্সিল কিছুই পর্যাপ্ত ছিল না তাঁর। তাঁর বাবা অনেক কষ্ট করে তাঁকে যথা সম্ভব কিনে এনে দেওয়ার চেষ্টা করতেন। তবে সে স্কুল শিক্ষকের থেকে অনেকটাই সাহায্য পেয়েছে। শিক্ষকরা তাঁকে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে দারুণ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে ভবিষ্যতে সে একজন শিক্ষিকা হতে চায়। এবং তাঁর মতো দুস্থ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে চায় সে।”

advertisement

View More

আরও পড়ুন: সাতটা শুকনো লঙ্কা বদলে দেবে জীবন! সব কাজে সাফল্য! সোনা ফলবে! হুহু করে আসবে টাকা! করতে হবে এই ছোট্ট কাজ

অঙ্কিতার মা পূর্ণিমা সাহা জানান, “মেয়ের সাফল্যে অনেকটাই খুশি তাঁরা। তবে মেয়ে আরও ভাল রেজাল্ট করবে আশা করেছিলেন তিনি। তবে মেয়ে ভবিষ্যতে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করে শিক্ষিকা হতে চায়। তাই মেয়ের সাফল্যের জন্য যথা সম্ভব প্রচেষ্টা করবেন তিনি।” তবে অঙ্কিতার দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন সকলের জন্য দৃষ্টান্ত। আগামী দিনে অঙ্কিতা আরও অনেক পড়ুয়াদের পথ দেখাবে ভাল ফল করার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/শিক্ষা/শিক্ষা/
Madhyamik Result 2024: বাবা ডিম বিক্রেতা! জোটেনি বই-খাতা! তবুও মাধ্যমিকে দারুণ নম্বর! আর পড়া হবে তো অঙ্কিতার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল