কথা ছিল, আজই মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করবে। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। আপাতত যে বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে, তাঁরা পুরো পরিস্থিতি খতিয়ে দেখে সরকারকে পরীক্ষার বিষয়ে সুপারিশ করবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে রাজ্যের লাখ-লাখ পড়ুয়াকে আবারও পরীক্ষার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে আপাতত। তবে ওই কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিয়ে বলে হয়েছে।
advertisement
ওয়াকিবহাল মহলের ধারণা, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পরীক্ষা সঞ্চালনা করা বড় চ্যালেঞ্জ। ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী প্রত্যেকেই এই চ্যালেঞ্জ নিতে হবে। তা বাস্তবায়ন সম্ভব কিনা, সেটা বলবে এই কমিটিই। এর মধ্যেই মঙ্গলবার সিবিএসই ও আইএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে করোনার কারণেই। এই দুই বোর্ড পরীক্ষা নেবে না,তারপরেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে, বিশেষত সেখানে যদি কোনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, তবে প্রশ্নের মুখে পড়তে হতে পারে রাজ্য সরকারকেই। সেই কারণেই পরীক্ষা সূচি ঘোষণা আপাতত স্থগিত রাখা হচ্ছে।
-ইনপুট সোমরাজ বন্দ্যোপাধ্যায়