জেনে নেওয়া যাক ধাপে ধাপে- কী ভাবে অনলাইনে কোম্পানি সেক্রেটারি একজিকিউটিভ এন্ট্রান্স টেস্টের ফল দেখা যাবে!
১. সবার আগে যেতে হবে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট icsi.edu-এ।
২. হোমপেজে থাকবে CSEET ট্যাব, সেখানে ক্লিক করলে একটা নতুন উইন্ডো খুলে যাবে।
৩. এর পর ক্লিক করতে হবে CSEET 2021 Result ট্যাবে।
advertisement
৪. পরের ধাপে পরীক্ষার্থীকে নিজের রেোল নম্বর অথবা রেজিস্টেরেশন নম্বর, পাসওয়ার্ড এবং অন্য জরুরি তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
৫. এই ধাপে এসে স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে। এক্ষেত্রে e-Result-cum-Marks Statement-এ ক্লিক করে মার্কশিট ডাউনলোড করে নেওয়া যাবে। ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে তার একটা প্রিন্ট আউট নিয়ে রাখলে ভালো হয়।
advertisement
Location :
First Published :
July 21, 2021 9:46 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
প্রকাশিত হল ICSI CSEET জুলাই সেশনের ফল, কী ভাবে অনলাইনে দেখবেন জেনে নিন