দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে চলছে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। ২০১৯-এ পুজোর ঠিক আগে আগে এসএসসি উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করে। কিন্তু এই মেধাতালিকায় গরমিল অস্বচ্ছতার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় চাকরিপ্রার্থীদের একাংশ। দীর্ঘ শুনানির পর হাইকোর্ট সেই মেধাতালিকা বাতিল করে দেয়। শুধু তাই নয় এসএসসিকে নির্দেশ দেয় নতুন করে ভেরিফিকেশন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার। সেই মোতাবেক স্কুল সার্ভিস কমিশন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করে। মার্চের মধ্যেই সেই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়ে গেলেও করোনা পরিস্থিতির কারণে ইন্টারভিউ নিয়ে হাইকোর্টের কাছে সময় চায় এসএসসি। সেই সময়সীমাও গত কয়েকদিন আগেই শেষ হয়ে গেছে।
advertisement
ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করেছে বলেই সূত্রের খবর। আগামী সোমবার সন্ধ্যেয় এসএসসি তরফে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ করার পরপরই ইন্টারভিউ নেওয়ার ও তৎপরতা শুরু হবে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে কীভাবে ইন্টারভিউ হবে তা নিয়ে এখনও এসএসসির আধিকারিকরা আলাপ-আলোচনা চালাচ্ছেন। যদিও অনলাইনে ইন্টারভিউ নেওয়া নিয়েও অনেক দূর এগিয়েছে এসএসসি। যদিও করো না পরিস্থিতির কারণে কীভাবে ৩১ শে জুলাই এর মধ্যে পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব তা নিয়ে ভাবাচ্ছে এসএসসিকে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়