স্কুল কলেজে দীর্ঘ দিন ধরে ক্লাস বন্ধ। ছাত্র-ছাত্রীরা অভ্যস্ত হয়ে উঠেছে অনলাইন ক্লাসে। পরিবহনের ঝামেলা নেই, নেই ক্লাসরুম, প্রাক্টিক্যাল এসবেরও উপায় নেই। অথচ অভিযোগ ওঠে বহু শিক্ষাপ্রতিষ্ঠানই করোনা পরিস্থিতির মধ্যেই ফি বাড়িয়েছে। এ দিকে বহু অভিভাবকের আর্থিক পরিস্থিতিই এই কোভিড ধাক্কায় শোচনীয় হয়েছে। কাজেই ফি বৃদ্ধি মেনে নিতে পারেননি সকলে। বহু স্কুলের বাইরে বাবা-মায়েরা বিক্ষোভ দেখিয়েছেন। পাল্টা শাসিয়েছে বহু বেসরকারি স্কুল। অভিভাবকরা চাইছিলেন, স্কুলের কর্তৃপক্ষ আরো একটু মানবিক হোক।
advertisement
এ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয় এই আবহেই। যার ভিত্তিতে হাইকোর্ট এই রায় দিয়েছে। রাজ্যের শীর্ষ আদালতের রায়ে স্পষ্ট বলা হয়েছে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এ রাজ্যের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান ফেসবুকের জন্য কোন ছাত্রকে পাঠক্রম থেকে বাদ দিতে পারবে না। শুনানি না হলে ৩১ জুলাই অথবা এই মামলার পরবর্তী শুনানি ২ জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।