TRENDING:

প্রকাশিত হতে চলেছে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচী, জেনে নিন কোথা থেকে দেখবেন!

Last Updated:

জেনে নেওয়া যাক কী ভাবে পরীক্ষার সূচী দেখতে পাবেন ছাত্র-ছাত্রীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ ঘোষণা হতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন (CBSE)-এর ২০২১ সালের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচী। ঘোষণা করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal Nishank)। করোনা আবহে ঠিক কবে পরীক্ষা হতে চলেছে, হাতে কতটা সময় পেতে পারে পড়ুয়ারা, বর্তমানে সেই দিকেই তাকিয়ে সকলে।
advertisement

জানা যাচ্ছে, ২০২০-২১ বর্ষের দশম ও দ্বাদশ শ্রেণির এই পরীক্ষা ৪ মে থেকে ১০ জুনের মধ্যেই হতে চলেছে। এবং রেজাল্ট ১০ জুলাই প্রকাশিত হতে পারে। আজ শিক্ষামন্ত্রীর ঘোষণার পর পরীক্ষার সূচী বা তালিকা https://www.cbse.gov.in/newsite/index.html -এ পাওয়া যাবে।

এই বছর দশম ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে সারা ভারতে প্রায় ৩০ লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। তারা প্রত্যেকেই উপরোক্ত ওয়েবসাইটটি থেকে পরীক্ষার সূচী দেখে নিতে পারে।

advertisement

জেনে নেওয়া যাক কী ভাবে পরীক্ষার সূচী দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা-

১) https://www.cbse.gov.in/newsite/index.html লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটটিতে ঢুকতে হবে।

২) হোমপেজে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির দু'টি পৃথক অপশন আসবে বা ডেটাশিট আসবে। তাতে ক্লিক করতে হবে।

৩) এবার দশম ও দ্বাদশ শ্রেণি, দুইয়ের পরীক্ষার সূচীই দেখা যাবে।

৪) পছন্দমতো সূচীটি ডাউনলোড করে নিতে হবে।

advertisement

৫) প্রয়োজনে সূচীর একটি প্রিন্টআউটও নেওয়া যেতে পারে।

পরীক্ষা যদি মে থেকে শুরু হয়, তা হলে অ্যাডমিট কার্ড এপ্রিলে পাওয়া যেতে পারে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে, হাতে একটু বেশি সময় নিয়ে অ্যাডমিড কার্ড বিতরণ করা হবে।

বেশ কিছু রাজ্যে, যেখানে করোনা সংক্রমণ কম, সেখানে স্কুল খুলে গিয়েছে। কিন্তু বেশিরভাগ রাজ্যেই এখনও স্কুল বন্ধ। ফলে অনলাইন ক্লাস ও পড়াশোনায় একটা গ্যাপ তৈরি হওয়ায় ছাত্র-ছাত্রীদের সিলেবাস শেষ করতে বেশি সময় দিচ্ছে বোর্ড।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও পরীক্ষা বাতিল হোক চেয়েছে অনেকে। এই নিয়ে পিটিশনও জমা পড়েছে। পিটিশন দাখিলকারীরা জানিয়েছে, ২০২১-এর এই পরীক্ষা বেশ কঠিন হতে চলেছে কারণ ২০২০ একেবারেই অন্যরকম গিয়েছে। অনলাইন ক্লাসে বেশিরভাগ মানুষেরই খুব সমস্যা হয়েছে নেটওয়ার্কের জন্য। অনেকের কাছে ফোন বা ল্যাপটপই ছিল না যে তারা পড়বে। ফলে ২০২১-র বোর্ডের পরীক্ষা বাতিল করা হোক। বদলে বিকল্প উপায়ে এই শিক্ষাবর্ষে নম্বর দেওয়া হোক এবং বোর্ডও যাতে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষার মাধ্যেমে পরীক্ষার্থীদের নম্বর দেয়, সেই আর্জিও রাখা হয়েছে!

advertisement

বাংলা খবর/ খবর/Education-Career/
প্রকাশিত হতে চলেছে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচী, জেনে নিন কোথা থেকে দেখবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল