দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় পৃথক পৃথক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি যেমন রয়েছে, তেমনই আছে সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষা সংসদ এআইসিটিই এবং জাতীয় শিক্ষক প্রশিক্ষণ সংসদ এনসিটিই-ও। নয়া বিলে এই তিন প্রতিষ্ঠানের অবলুপ্তি ঘটিয়ে সর্বভারতীয় স্তরে উচ্চশিক্ষার জন্য একটিই নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
advertisement
শুক্রবারই এই বিলে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদির মন্ত্রিসভা। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হতে পারে সংসদে। প্রস্তাবিত বিলটির প্রথমে নাম রাখা হয়েছিল, ভারতের উচ্চশিক্ষা কমিশন বিল। পরে এটির নাম দেওয়া হয়, বিকশিত ভারত শিক্ষা অধিক্ষণ বিল।
কেন্দ্রের দাবি, বিশ্ববিদ্যালয় এবং অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও স্বাধীন এবং স্বশাসিত উপায়ে কাজ করতে সাহায্য করাই এই বিলের লক্ষ্য। যদিও ডাক্তারি এবং আইনি শিক্ষা ব্যবস্থাকে এর আওতায় রাখা হচ্ছে না।
