অতিমারীর কথা মাথায় রেখে সিবিএসই ক্লাস ১০ থেকে ১২ এর সিলেবাস দুটি ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্পূর্ণ সিলেবাসও হ্রাস করা হয়েছে। ৫০% সিলেবাস বা পাঠ্যক্রম প্রথম মেয়াদে এবং অবশিষ্ট ৫০% মেয়াদী ২ এ সম্পন্ন হবে। শিক্ষার্থীদের বিস্তারিত সিলেবাসের জন্য টার্ম এন্ড পরীক্ষায় অংশ নিতে হবে। মূল বিষয়গুলির জন্য টার্ম ওয়াইজ সিলেবাসের সরাসরি লিঙ্কও এখানে সরবরাহ করা হয়েছে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থী এবং অভিভাবকরা তাঁদের শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে নিতে পারে। তবে মাথায় রাখতে হবে এই টার্ম আই এমসিকিউ ভিত্তিক হবে সংশোধিত পাঠ্যক্রমের নমুনা পত্রগুলি যথাসময়ে প্রকাশ করা হবে। টার্ম ১ পরীক্ষা নভেম্বর-ডিসেম্বরে এবং টার্ম ২ মার্চ থেকে এপ্রিলে অনুষ্ঠিত হবে।
advertisement
উল্লেখ্য, চলতি বছরের ১ জুন করোনা আবহে দ্বাদশের পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করে সিবিএসই। আগেই বাতিল হয়ে গিয়েছিল চলতি বছরের সিবিএসই দশমের পরীক্ষা। এমনকি সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় সিবিএসই। এর তরফে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের রেজাল্ট দেওয়া হবে। হলফনামায় জানানো হয়েছে, পড়ুয়াদের কোনও আপত্তি থাকলে, তার সুরাহা করতে একটি কমিটি গঠন করা হবে। ফলপ্রকাশের পরও যদি কোনও পড়ুয়া লিখিত পরীক্ষা দিতে চায়, তাহলে অনলাইনে আবেদন করা যাবে। সেক্ষেত্রে ১৫ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে।
