CBSE Board exams 2021 বাতিল করা হোক৷ এই নিয়ে সুর চড়িয়েছিলেন দেশের বহু রাজনীতিক থেকে তারকারা৷ পড়ুয়ারা অনেকেই করোনা আবহে পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন৷ তাদের দাবি মেনে পরীক্ষা রদের পক্ষে সওয়াল করেছেন অনেকে৷ গতকাল, মঙ্গলবার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মণীষ সিসোদিয়া অনুরোধ জানান বোর্ডের পরীক্ষা বাতিল করার জন্য৷ তাঁদের মতে পরীক্ষার দিতে পরীক্ষার্থীরা একত্রিত হলে সেখান থেকে বিপুলভাবে করোনা সংক্রমণের আশঙ্কা থাকবে৷ তাই অন্য কোনও উপায়ে পড়ুয়াদের মূল্যায়নের কথা বলেন তাঁরা৷
advertisement
অন্যদিকে শিবসেনাও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পরীক্ষা অনুরোধ জানিয়েছে CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য৷
আরও পড়ুন Akhilesh Yadav COVID19: করোনা আক্রান্ত অখিলেশ যাদব, শরীরে নেই কোনও উপসর্গ
একইভাবে রমেশ পোখরিয়ালের কাছে পরীক্ষার বিষয়ে খুবই সাবধানী পদক্ষেপ নিতে অনুরোধ করেন প্রিয়াঙ্কা গান্ধি ভঢরা এবং রাহুল গান্ধি৷ পরীক্ষার ভিড়ে পড়ুয়াদের স্বাস্থ্য সম্পর্কে কতটা সচেতন বা সাবধান থাকা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷
অন্যদিকে ২ লক্ষ পড়ুয়া অনলাইন একটি পিটিশন দাখিল করেছেন বোর্ডের পরীক্ষা বাতিলের দাবিতে৷ হ্যাশট্যাল ক্যানসেল বোর্ড এক্সামস (#cancelboardexams) রীতিমতো ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়৷ এই পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তার দিকে নজর ছিল৷ আপাতত করোনা পরিস্থিতিতে কিছুটা স্বস্তিতে পরীক্ষার্থী থেকে অভিভাবকরা৷ এরই মধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, পঞ্জাবে নিজস্ব বোর্ড পরীক্ষার রুটিনে বদল আনা হয়েছে৷