আরও পড়ুনঃ একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ে ধরা পড়ল বড় ‘মিথ্যা’, বাংলা–ইংরেজির ১০৬ জনের নাম বাতিল
শিক্ষক নিয়োগ করতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানদীপ বিদ্যাপীঠ। মাধ্যমিক স্তরে বাংলা, ইংরেজি, গণিত, ভৌতবিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে এই বিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। তবে বি.এড ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে । মাধ্যমিকের করে সাতটি বিষয়ে মোট ১৪ জন শিক্ষক নিয়োগ হবে। এছাড়াও উচ্চমাধ্যমিক স্তরে গণিত বিষয়ে একজন শিক্ষক শিক্ষিক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক স্তরে আবেদন করার জন্য মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক ।
advertisement
শুধু সহশিক্ষক নয়, প্রধান শিক্ষক পদের জন্যও প্রার্থী খুঁজছে বিদ্যালয়টি। প্রধান শিক্ষক হিসেবে আবেদন করতে চাইলে মাস্টার্স ডিগ্রি এবং ন্যূনতম ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বিদ্যালয়ের তরফে জানান হয়েছে, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষা পরিচালনায় অভিজ্ঞতা থাকা প্রার্থীদেরই বাছাই প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের সার্বিক উন্নয়নে এবং বিদ্যালয়ের মান বাড়াতে যিনি কার্যকর ভূমিকা নিতে পারবেন, এমন একজনকেই প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করতে চলেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এগরা জ্ঞানদীপ বিদ্যাপীঠের সেক্রেটারি রামময় আচার্য জানিয়েছেন, সমস্ত নথিপত্র — শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সম্পূর্ণ জীবনপঞ্জি এবং আবেদনপত্র নিয়ে আগ্রহী প্রার্থীদের সরাসরি বিদ্যালয়ে উপস্থিত হতে হবে আগামী ৭ ডিসেম্বর । সকাল ১০:৩০-এর মধ্যেই বিদ্যালয়ে প্রবেশ করতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে নেওয়া হবে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা এবং পরে উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে জানান হয়েছে বেতন কাঠামোও থাকবে যথেষ্ট আকর্ষণীয়। তাই আপনার যদি শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে তাহলে এটি হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ।






