তাঁরা মূলত কলকাতার বাসিন্দা। দুর্গাপুর সিটি সেন্টারে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। চলতি বছরের ২৭ এপ্রিল ছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE)। শুক্রবার ছিল তার ফলাফল প্রকাশের দিন। তৃষাণজিত সমগ্র রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন। অর্থাৎ তিনি জেলায় প্রথম হয়েছেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। চলতি বছর এই স্কুল থেকে ৯৪.২ শতাংশ নম্বর পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন তিনি।
advertisement
২৫০ কোটির প্রাসাদ! গুঁড়িয়ে দিল বুলডোজার… ধংসস্তূপে মিলল ‘গভীর জলের মাছ’! কে জানেন?
নিউ গড়িয়ার অভিজাত আবাসনে খুন! খাটের তলায় উঁকি দিতেই ভয়ঙ্কর দৃশ্য! গৃহকর্ত্রীর এ কী অবস্থা
বর্তমানে, তৃষাণজিৎ দলুই ভারতের অন্যতম প্রতিষ্ঠান আইআইটি বোম্বেতে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে বি.টেক করছেন। তার এই সফলতা অনুপ্রেরণা যোগাবে স্কুলের সকল পড়ুয়াদের।
পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান,তৃষাণজিৎ স্কুলের মেধা পড়ুয়া ছিল।আমাদের এবছরের স্কুল টপার সে।জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে রাজ্যে পঞ্চম এবং জেলায় প্রথম স্থান অধিকার করেছে।আমরা অত্যন্ত গর্বিত।