TRENDING:

দারুণ রেজাল্ট! জেলায় ১ম! জয়েন্ট এন্ট্রান্স দুর্গাপুরের কৃতি পড়ুয়া যা করে দেখাল, গর্বিত হবেন!

Last Updated:

JEE Result Out: দুর্গাপুরের কৃতি পড়ুয়ার নজরকাড়া ফলাফল,জয়েন্ট এন্ট্রান্সে জেলায় প্রথম রাজ্যে পঞ্চম ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর,দীপিকা সরকার: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বড়সড় সাফল্য দুর্গাপুরের কৃতি এক পড়ুয়ার। স্কুলের মেধা পড়ুয়ার রাজ্যস্তরে এমন সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ তথা সমগ্র দুর্গাপুরবাসী। দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের কমলপুরে পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুলের পড়ুয়া ছিলেন তৃষাণজিৎ দোলুই। তাঁর বাবা অনির্বাণ দোলুই, বেসরকারি সংস্থায় কর্মরত এবং তার মা টিঙ্কু দোলুই।
তৃষাণজিৎ দোলুই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চমকপ্রদ ফল! দুর্গাপুরের কৃতি পড়ুয়া যা করে দেখাল, গর্বিত হবেন!
তৃষাণজিৎ দোলুই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় চমকপ্রদ ফল! দুর্গাপুরের কৃতি পড়ুয়া যা করে দেখাল, গর্বিত হবেন!
advertisement

তাঁরা মূলত কলকাতার বাসিন্দা। দুর্গাপুর সিটি সেন্টারে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। চলতি বছরের ২৭ এপ্রিল ছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE)। শুক্রবার ছিল তার ফলাফল প্রকাশের দিন। তৃষাণজিত সমগ্র রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন। অর্থাৎ তিনি জেলায় প্রথম হয়েছেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায়। চলতি বছর এই স্কুল থেকে ৯৪.২ শতাংশ নম্বর পেয়ে সফলভাবে  উত্তীর্ণ হয়েছেন তিনি।

advertisement

২৫০ কোটির প্রাসাদ! গুঁড়িয়ে দিল বুলডোজার… ধংসস্তূপে মিলল ‘গভীর জলের মাছ’! কে জানেন?

নিউ গড়িয়ার অভিজাত আবাসনে খুন! খাটের তলায় উঁকি দিতেই ভয়ঙ্কর দৃশ্য! গৃহকর্ত্রীর এ কী অবস্থা

বর্তমানে, তৃষাণজিৎ দলুই ভারতের অন্যতম  প্রতিষ্ঠান আইআইটি বোম্বেতে ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে বি.টেক করছেন। তার এই সফলতা অনুপ্রেরণা যোগাবে  স্কুলের সকল পড়ুয়াদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান,তৃষাণজিৎ স্কুলের মেধা পড়ুয়া ছিল।আমাদের এবছরের স্কুল টপার সে।জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে রাজ্যে পঞ্চম এবং জেলায় প্রথম স্থান অধিকার করেছে।আমরা অত্যন্ত গর্বিত।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
দারুণ রেজাল্ট! জেলায় ১ম! জয়েন্ট এন্ট্রান্স দুর্গাপুরের কৃতি পড়ুয়া যা করে দেখাল, গর্বিত হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল