এমনিতেই ক্রমাগত তাপপ্রবাহের কারণে গরমের ছুটি প্রথম পর্বে কিছুটা বাড়িয়েছিল রাজ্য সরকার। তার পর ফের আরও এক বার ছুটির সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। সেই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি স্কুলের নিজস্ব প্রশ্নপত্র তৈরি করতে হবে। সেই প্রশ্নের উপরে নিজের নাম লিখে রাখতে হবে। কী ভাবে প্রশ্নপত্র তৈরি করতে হবে, তার বিস্তারিত নির্দেশিকা স্কুলের প্রধানদের পাঠিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। পাশাপাশি বলা হয়েছে পুরো সিলেবাসির ভিত্তিতেই এই শ্রেণিগুলির পরীক্ষা হবে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
Jun 18, 2022 11:09 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
School Education: গরমের ছুটির জের! ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুলের পরীক্ষা পিছিয়ে দিল পর্ষদ
