জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলেও নিট পরীক্ষায় উত্তীর্ণ হলে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চান তিনি। বাবা আলতাফ আহমেদ পেশায় শিক্ষক। এছাড়াও মানবাধিকার সংগঠন এপিডিআরের রাজ্য সহ সম্পাদক তিনি। মা অলিনা আখন স্থানীয় হাইস্কুলের পার্শ্বশিক্ষিকা। ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের কাজীপাড়া এলাকার বাসিন্দা বিতান তিন ভাই-বোনের মধ্যে ছোট।
advertisement
বিতানের পড়াশোনার জন্য গোটা পরিবার সরিষাতে ঘর ভাড়া নিয়ে থাকতেন। ক্লাস ৫ থেকে সরিষার রামকৃষ্ণ মিশনে পড়তেন বিতান। ছোট থেকে মেধাবী তিনি। খাওয়া, ঘুমানো-সহ যেটুকু সময় অপচয় করলে নয়, সেই সময়টুকু বাদ দিয়ে বিতান সমস্ত সময়টাই পড়াশোনার পিছনে ব্যায় করতেন। যার ফলে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন বিতানের পরিবারের লোকজন। বিতানের এই সাফল্যে খুশি সকলেই।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2024 6:00 PM IST





